Indian Railways: বাংলার রেলব্যবস্থা সেজে উঠছে নতুনভাবে, বরাদ্দ টাকার পরিমাণ অবাক করার মতো

Prosun Kanti Das

Published on:

Advertisements

Indian Railways: শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয় সারা ভারতবর্ষে ভারতীয় রেলের মতো বিকল্প পরিবহন ব্যবস্থা আর নেই। স্বল্প মূল্যে এবং অল্প সময়ে যেকোন জায়গায় সহজেই পৌঁছে যাওয়া যায় ভারতীয় রেলের মাধ্যমে। নিত্যদিনের যাতায়াত থেকে শুরু করে দূরপাল্লার যেকোন যাত্রা ভারতীয় রেলের মাধ্যমে সহজেই সম্পন্ন করা যায়। ধনী দরিদ্র নির্বিশেষে সকলেই ট্রেনের যাত্রা করতে পারে নির্বিঘ্নে। রাজ্যের বিভিন্ন জেলায় রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ স্টেশন। বিভিন্ন গন্তব্যস্থলে লোকাল ট্রেন থেকে শুরু করে দূরপাল্লার ট্রেন সবকিছুই চলে নিয়ম মেনে। রেলের চেহারার যদি আমূল পরিবর্তন করা হয় তাহলে কেমন হয়? পশ্চিমবঙ্গে বর্তমানে ৪৩ খানা প্রজেক্ট চলছে।

Advertisements

দেশের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সম্প্রতি সামনে এনেছেন গুরুত্বপূর্ণ এক তথ্য। এই রাজ্যে রেলের (Indian Railways) উন্নয়নের জন্য বরাদ্দ করা হয়েছে মোট ৬০,১৬৮ কোটি টাকা। জনগণের স্বার্থে ভারতীয় রেল বরাবর একাধিক প্রকল্প গ্রহণ করেছে। ২০২৪ সালের ১ এপ্রিল পর্যন্ত যে তথ্য পাওয়া গেছে সেই তথ্য অনুসারে, মোট ৪৩টি প্রজেক্ট চলছে বাংলায়। বাংলার মানুষের সুবিধার জন্যই এই প্রকল্পগুলো বাস্তবায়িত করার কথা চিন্তা করেছে কেন্দ্রীয় সরকার।

Advertisements

সবকটি প্রকল্প যে সম্পন্ন হয়ে গেছে তা নয়। কোনওটির পরিকল্পনা চলছে, কোনওটি আবার নির্মাণকাজ শুরু হয়ে গিয়েছে। তবে হিসাব অনুযায়ী, মোট ২০,৪৩৪ কোটি টাকা খরচ করা হয়েছে গত মার্চ মাস পর্যন্ত। ইতিমধ্যে কেন্দ্রীয় রেলমন্ত্রক (Indian Railways) সম্পন্ন করতে পেরেছে ১৬৫৫ কিলোমিটারের কাজ। পূর্ব রেল, দক্ষিণ পূর্ব রেল ও উত্তর পূর্ব রেলে এইসব কাজগুলি চলছে।

Advertisements

আরও পড়ুন:Special TrainsSpecial Trains: ভারতীয় রেলের উদ্যোগে ১২ই জানুয়ারি থেকে ১৬ই জানুয়ারি পর্যন্ত চলবে ৭২টি বিশেষ ট্রেন

ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে নতুন লাইনের কাজ হওয়ার কথা প্রায় ১০৮৭ কিলোমিটারের মতো। যার মধ্যে সম্পূর্ণ হয়েছে মোট ৩২২ কিলোমিটার লাইনের কাজ। ১২০১ কিলোমিটার জুড়ে গজ কনভার্সন করা হচ্ছে, যার ৮৫৪ কিলোমিটারের কাজ হয়ে গিয়েছে। পাশাপাশি ডবল লাইন বা মাল্টি লাইন (Indian Railways) তৈরি হচ্ছে ২,১৯২ কিলোমিটার জুড়ে। এর মধ্যে ৪৭৯ কিলোমিটারের কাজ শেষ।

কোথায় কোথায় এই নতুন লাইনের কাজ করা হচ্ছে নিম্নে একটি তালিকার মাধ্যমে দেওয়া হল –

  1. নবদ্বীপ ঘাট- নবদ্বীপ ধাম নতুন লাইন
  2. চন্দনেশ্বর-জলেশ্বর নতুন লাইন
  3. নৈহাটি-রানাঘাট তৃতীয় লাইন
  4. বালুরঘাট-হিলি নতুন লাইন
  5. সাইথিঁয়া ও সীতারামপুরের বাইপাসের কাজ।
Advertisements