Indian Railways: ট্রেনে জলের সমস্যা মেটাবে এআই, ভারতীয় রেল পরিষেবার নতুন প্রকল্প। ভারতীয় পরিবহন ব্যবস্থাগুলির মধ্যে সবথেকে বড় হল ভারতীয় রেল পরিষেবা। কাছের, দূরের বিভিন্ন পথ অতিক্রমের জন্য প্রতিনিয়ত রেল পরিষেবাকে ব্যবহার করেন বহু সংখ্যক মানুষ। বিশেষত একদিকে যেমন নিত্যযাত্রীদের ভিড় লেগেই থাকে লোকাল ট্রেনগুলিতে। তেমনি ভিড় উপচে পড়ে দূর পাল্লার ট্রেনগুলিতে। অনেক দূরের পথ অতিক্রম করার জন্য সবথেকে বেশি সুরক্ষিত বলে মনে করা হয় রেলযাত্রাকে। কিন্তু রেল পরিষেবা ব্যবহারের সময় একটা সমস্যার সম্মুখীন হতে হয় যাত্রীদের। জলের সমস্যা। তবে এবার এই সমস্যা সমাধানে উদ্যোগী ভারতীয় রেল পরিষেবা। ব্যবহৃত হবে এআই প্রযুক্তি।
দূরপাল্লার ট্রেনে যাতায়াত করার সময় হঠাৎ জানতে পারলেন ট্রেনের বাথরুমে বা বেসিনে কোন জলের ব্যবস্থা নেই। কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে জানা গেল ট্রেনে জল ফুরিয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে কি করবেন? স্বাভাবিকভাবেই চূড়ান্ত অস্বস্তিতে পড়তে হচ্ছে যাত্রীদেরকে। ট্রেনের ভিতরে পর্যাপ্ত পরিমাণে জল না থাকা অবশ্যই একটি সমস্যার কারণ হতে পারে। এই সমস্যা সমাধানে ভারতীয় রেল (Indian Railways) পরিষেবার তরফ থেকে নতুন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এখন থেকে ট্রেনের ভিতরে কতটা জল আছে তা নির্ধারণ করবে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স।
এআই এর মাধ্যমে জানা হবে ট্রেনের সঞ্চিত জলের পরিমাণ কতটা? একটি মেল বা এক্সপ্রেস ট্রেনে কতটা জল রয়েছে তা কর্তৃপক্ষকে জানানোর দায়িত্ব এআই এর। দেশের প্রথম এআই পরিষেবাযুক্ত ট্রেন হিসেবে প্রকাশ পেতে চলেছে বহ্মপুত্র রেল। দেশের উত্তর-পূর্ব সীমান্ত লাইনে যাতায়াতকারী এই রেলটিতে এআইয়ের নতুন পরিষেবাটি যুক্ত করা হয়েছে। নতুন এই এআই চালিত ওয়াটার লেভেল ইন্ডিকেটর পরিষেবাটির মাধ্যমে এখন থেকে প্রতিনিয়ত মাপা হবে ট্রেনে উপস্থিত জলের পরিমাণ। কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে এটি রিয়েল টাইম ওয়াটার লেভেল মনিটরিং সিস্টেমে কাজ করবে। অর্থাৎ প্রত্যেক মুহূর্তে ট্রেনে কতটা জল আছে তার সম্পূর্ণ আপডেট থাকবে রেল কর্তৃপক্ষের কাছে।
আরো পড়ুন: সময় বিভ্রাট, সমস্যা সমাধানে বড় উদ্যোগ ভারতীয় রেলের, বসানো হবে অত্যাধুনিক ঘড়ি
একবারে ভারতীয় রেল (Indian Railways) পরিষেবার অন্তর্গত প্রত্যেকটি ট্রেনে এই পরিষেবা চালু করা সম্ভব নয়। এ কথা আমরা সবাই জানি। আপাতত ব্রহ্মপুত্র রেলের একটি রেকেই এআই পরিষেবা চালু করা সম্ভব হয়েছে। তবে এই নতুন পরিষেবাটি যে শুধুমাত্র জলের পরিমাপ নির্ধারণ করবে তা নয়। এছাড়াও জল সংরক্ষণেও সহায়তা করবে এআই। কর্তৃপক্ষের কাছ থেকে জানা গেছে ট্রেনে অবস্থিত প্রত্যেকটি ওয়াটার ট্যাংকের অবস্থান নির্ধারণ করার জন্য ব্যবহার করা হচ্ছে জিপিএস প্রযুক্তি এবং রং রেঞ্জ। জলের ট্যাঙ্কগুলিতে বসানো হবে হাইড্রোস্ট্যাটিক প্রেসার রেঞ্জার।
এআই চালিত নতুন এই ওয়াটার লেভেল ইন্ডিকেটর পরিষেবাটি তুলনামূলক সংবেদনশীল। তবে এই পরিষেবাটিকে যেকোনো তাপমাত্রায় কাজ করার উপযোগী করে তৈরি করা হচ্ছে। শূন্য ডিগ্রি হোক অথবা ৭০ ডিগ্রি পরিষেবাটি যেকোনো তাপমাত্রায় সমানভাবে কাজ করবে। নতুন এই প্রযুক্তি আপাতত চালু করা হচ্ছে উত্তর-পূর্ব সীমান্ত রেলগুরিতে। সেখানকার রেল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে আপাতত পাইলট প্রজেক্ট হিসেবে বেছে নেওয়া হয়েছে উত্তর-পূর্ব জনেরই একটি ট্রেনের একটি রেককে। পরিকল্পনা সফলতা পেলে শুধুমাত্র উত্তর-পূর্ব রেল নয়, ভারতীয় রেল (Indian Railways) পরিষেবার সমগ্র ক্ষেত্রে এই নতুন পরিষেবা চালু করতে চলেছে রেল কর্তৃপক্ষ।