ট্রেনে মদ খেয়ে বা মদ নিয়ে চড়ছেন! জরিমানা শুনলে আঁতকে উঠবেন

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেল (Indian Railways) ভারতীয় নাগরিকদের কাছে এতটাই গুরুত্বপূর্ণ যে এটি আমজনতার মেরুদন্ড হয়ে দাঁড়িয়েছে। এক জায়গা থেকে অন্য জায়গা যাতায়াতের ক্ষেত্রে দেশের বড় সংখ্যার মানুষ ট্রেনের উপর নির্ভরশীল। প্রতিদিন দেশের হাফ কোটি মানুষ ট্রেনের ওপর নির্ভর করে এক জায়গা থেকে অন্য জায়গা যাতায়াত করে থাকেন।

বিপুলসংখ্যক এই যাত্রীদের কথা মাথায় রেখে রেলের তরফ থেকেও কোনরকম শান্তি রাখা হয় না। প্রায় ৮ হাজার রেলওয়ে থেকে প্রতিদিন ১০ হাজারের বেশি যাত্রীবাহী ট্রেন ছাড়া হয় যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য। যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য রেল যেমন প্রতিনিয়ত আপ্রাণ চেষ্টা চালিয়ে থাকে ঠিক সেই রকমই ট্রেনে চড়ে যাতায়াত করার ক্ষেত্রে বিভিন্ন নিয়ম রয়েছে, যা যাত্রীদের মানতে হয়।

তবে অনেক যাত্রীরাই রয়েছেন যারা রেলের এই সকল নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে প্রতিনিয়ত নিয়ম ভেঙ্গে চলেছেন। তবে রেলের তরফ থেকে এই ধরনের নিয়ম ভাঙ্গার জন্য নিয়ম ভঙ্গকারীদের চরম শাস্তি দেওয়া হয়ে থাকে। নিয়ম ভাঙ্গার মধ্যে রয়েছে মদ (Liquor) খেয়ে ট্রেনে চড়া অথবা মদ নিয়ে ট্রেনে চড়া।

নিয়ম ভঙ্গকারী যাত্রীদের একাংশকে দেখা যায় মদ খেয়ে অথবা মদ নিয়ে ট্রেনে চড়তে। মদ নিয়ে ট্রেনে চড়ার ক্ষেত্রে যে সকল নিয়ম রয়েছে তা প্রতিটি রাজ্যের ক্ষেত্রে আলাদা আলাদা। কারণ প্রতিটি রাজ্যের মদ সংক্রান্ত আলাদা আলাদা নিয়ম রয়েছে। রেলের নিয়ম অনুসারে মদ নিয়ে অথবা মদ খেয়ে ট্রেনে ভ্রমণ করা যায় না। এক্ষেত্রে দুই ধরনের অপরাধের জন্যই কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে।

ভারতীয় রেলের আইন অনুসারে ১৯৮৯ এর ১৬৫ ধারায় কোন যাত্রী যদি মদ নিয়ে অথবা মদ খেয়ে ট্রেনে ভ্রমণ করেন তাহলে ওই যাত্রীকে ৫০০ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। এর পাশাপাশি এই ধরনের নিষিদ্ধ জিনিসপত্র বহন অথবা খেয়ে সফর করার কারণে যদি ট্রেনের কোন ক্ষতি হয় তাহলে তার ক্ষতিপূরণ দিতে হবে। আবার যে সকল রাজ্যে মদ সম্পূর্ণভাবে নিষিদ্ধ সেই সকল রাজ্যের ধরা পড়লে আরও কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হয়।