নিজস্ব প্রতিবেদন : ভারতে এই মুহূর্তে ৪০টি বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) বিভিন্ন রুটে যাতায়াত করছে। এই ৪০টি ট্রেনের মধ্যে আবার পাঁচটি বন্দে ভারত পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন রুটে যাতায়াত করে। পশ্চিমবঙ্গ থেকে যে সকল রুটে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনগুলি যাতায়াত করে থাকে সেই রুটগুলি হল হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি, নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি, হাওড়া থেকে পুরি, হাওড়া থেকে পাটনা এবং হাওড়া থেকে রাঁচি।
তবে পশ্চিমবঙ্গ হোক অথবা দেশের অন্য কোন রাজ্য, বন্দে ভারতের যাতায়াতের পথে বিভিন্ন সময় নানান বিপত্তির বিষয়টি সামনে এসেছে। কখনো কখনো লাইনের উপর গরু, মহিষ সহ অন্যান্য গবাদি পশু চলে আসার কারণে ট্রেনের ধাক্কায় তাদের মৃত্যু হয়েছে এবং ট্রেন চলাচল সাময়িকভাবে বিঘ্নিত হয়েছে। কখনো কখনো আবার ঢিল ছোঁড়া হয়েছে বন্দে ভারতের দিকে। এসবের কারণে একাধিকবার বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের মত ট্রেনকে থমকে যেতে হয়েছে। কিন্তু এবার যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য বড় পদক্ষেপ নিল রেল (Indian Railways)।
রেলের তরফ থেকে এমনিতেই আগেই জানানো হয়েছিল, হাইস্পিড রেল করিডোর তৈরি করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ব্যবস্থার জন্য রেল লাইনে ব্যারিকেড দেওয়ার কাজ করা হবে। ইতিমধ্যেই রেলের এই পরিকল্পনা অনুযায়ী সেই কাজ দেশের বিভিন্ন রুটে চালানো হচ্ছে। যাতে করে দ্রুত গতিতে ট্রেন যাতায়াত করার ক্ষেত্রে কোনো রকম বাধার সৃষ্টি না করে সাধারণ মানুষ থেকে পশুরা।
আরও পড়ুন ? Vande Bharat Sleeper: অপেক্ষার দিন শেষ, এবার মার্চেই হাওড়া থেকে এই রুটে শুরু হবে বন্দে ভারত স্লিপার
দেশের বিভিন্ন রুটের পাশাপাশি এবার একই রকম কাজ শুরু হয়েছে হাওড়া থেকে বর্ধমান কর্ড লাইনে। ব্যারিকেড তৈরি করার যে কাজ এখন চলছে, সেই কাজের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল। যে ভিডিও দেখলে স্পষ্ট, ব্যারিকেড দেওয়ার কাজ এখন জোর কদমে চালানো হচ্ছে রেলের তরফ থেকে। বেশ কিছু অংশে কাজ হয়েও গিয়েছে। রেলের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষরা।
তবে সাধুবাদ জানানোর পাশাপাশি সাধারণ মানুষদের তরফ থেকে এই ব্যারিকেড আরও একটু উঁচু করা হলে ভালো হতো বলেও মনে করছেন। কেননা তাদের মতে, যে উচ্চতায় এই ব্যারিকেড করা হচ্ছে তাতে গবাদি পশুরা তা টপকে ঢুকে যেতেও পারে। তবে অধিকাংশ মানুষই বিষয়টিকে খুব ভালোভাবেই নিচ্ছেন। কেননা এর ফলে দ্রুতগতিতে ট্রেন চলাচল করার ক্ষেত্রে অনেক সুবিধা হবে।