বন্দে ভারত অতীত! এবার গরিবদের জন্য নতুন ট্রেন আনছে রেল!

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : প্রতিদিন দেশের হাফ কোটির বেশি মানুষ ট্রেনের উপর নির্ভর করে এক জায়গা থেকে অন্য জায়গা যাতায়াত করে থাকেন। যে কারণেই ভারতীয় রেলকে (Indian Railways) গণপরিবহনের মেরুদন্ড বলা হয়ে থাকে। রেলের এই ব্যাপক চাহিদার দিকে তাকিয়ে রেলের তরফ থেকেও প্রতিনিয়ত নানান বদল আনা হয় যাত্রী স্বাচ্ছন্দ এবং যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে। এই সকল দিকের কথা তাকিয়ে রেলের তরফ থেকে দেশে চালু করা হয়েছে উন্নত প্রযুক্তির বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)।

Advertisements

ভারতীয় রেলের তরফ থেকে ইতিমধ্যেই দেশের ২৩ টি রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালাচ্ছে। সম্পূর্ণ বাতানুকূল চেয়ারকার এবং এক্সিকিউটিভ দুই ধরনের কামরা নিয়ে ট্রেনটি বিভিন্ন রুটে এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটে যাচ্ছে। তবে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের টিকিটের যা ভাড়া তা সত্যিই আমজনতার কাছে আকাশছোঁয়া। দেশের এমন কোন রুট নেই যেখানে বন্দে ভারত এক্সপ্রেসের ভাড়া এক হাজার টাকার কম। এসবের পরিপ্রেক্ষিতেই ভারতীয় রেলের তরফ থেকে নতুন এক বন্দে ভারত আনা হচ্ছে আর তা সাধারণ এবং গরিবদের জন্য বলেই জানা যাচ্ছে।

Advertisements

সূত্র মারফত জানা যাচ্ছে, ভারতীয় রেল এবার বন্দে সাধারণ (Vande Sadharan) নামে একটি ট্রেন আনতে চলেছে। সাধারণ মানুষের সাধ্যের মধ্যে যাতে এই সকল ট্রেনের টিকিট দেওয়া যায় তার জন্য রেলের এমন অভিনব পরিকল্পনা। রেলের তরফ থেকে নতুন এই যে ট্রেনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সেগুলি অবশ্য নন এসি। তবে এই সকল ট্রেনের স্লিপার ক্লাসের আসনও থাকবে।

Advertisements

সূত্র জানা যাচ্ছে, চেন্নাইয়ের ইন্ডিগ্রেটেড কোচ ফ্যাক্টরিতে এই ধরনের ট্রেন তৈরি করা হচ্ছে। এই ধরনের ট্রেন তৈরি করার জন্য ৬৫ কোটি টাকা খরচ হবে বলে জানা গিয়েছে। অন্যদিকে বর্তমানে যে সকল বন্দে ভারত এক্সপ্রেস তৈরি হয় সেগুলি তৈরি করতে খরচ হয় ১০০ কোটি টাকা বা তার বেশি। নতুন নন এসি বন্দে ভারত এক্সপ্রেসে কি কি থাকছে?

নতুন যে বন্দে ভারত অর্থাৎ সাধারণ মানুষদের জন্য বন্দে সাধারণ আসবে বলে জানা যাচ্ছে তাতে ২৪ টি কোচ থাকবে এমনটাই খবর মিলছে। এই ট্রেনটির পিছনে এবং সামনে দুটি ইঞ্জিন থাকবে। এদিকে বন্দে ভারত এক্সপ্রেসের মতই সব সুবিধা থাকবে বলেও জানা গিয়েছে। এর পাশাপাশি সাধারণ ট্রেনের থেকে অনেক গতিতে ছুটবে এই ট্রেন বলেও খবর মিলছে। এছাড়াও থাকছে বন্দে সাধারণ ট্রেনে বায়ো ভ্যাকুম টয়লেট। প্রতিটি আসনের সঙ্গে একটি করে চার্জিং পয়েন্ট থাকবে। প্রতি কোচে সিসিটিভি ক্যামেরা বসানো থাকবে। এই ট্রেনগুলির দরজাগুলিও হবে অটোমেটিক। এদিকে এই ট্রেনের ভাড়া সাধারণ ট্রেনের মতোই হবে বলে আশা করা হচ্ছে।

Advertisements