Indian Railways New Plan: কোটি কোটি যাত্রীদের জন্য সুখবর, বন্দে ভারত স্লিপার ট্র্যাকে নামতেই দখল করবে এইসকল রুট

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : প্রতিদিনই দেশের এক কোনা থেকে অন্য কোনায় নাগরিকরা পৌঁছে যাচ্ছেন রেল পরিষেবার দৌলতে। কম খরচ এবং আরামদায়কভাবে যাত্রীদের এক জায়গা থেকে অন্য জায়গা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ভারতীয় রেলের (Indian Railways) বিকল্প খুব কমই রয়েছে। আর এই ভারতীয় রেলই এবার দেশের কোটি কোটি গ্রাহকদের জন্য একটি সুখবর নিয়ে হাজির হলো।

Advertisements

আমরা প্রত্যেকেই জানি, ইতিমধ্যেই দেশের ৫০টি রুটে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) হাজার হাজার যাত্রীদের পরিষেবা দিচ্ছে। বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন নিয়ে প্রথম থেকেই দেশের মানুষদের মধ্যে যে কৌতুহল ছিল সেই কৌতুহল এখনো বজায় রয়েছে। শুধু কৌতুহল বজায় রয়েছে বললে ভুল হবে, বরং এই কৌতুহল দিন দিন বেড়েই চলেছে।

Advertisements

দেশের সাধারণ নাগরিকদের মধ্যে কৌতুহল দিন দিন বেড়ে চলার পিছনে সবচেয়ে বড় কারণ হলো বন্দে ভারতের নতুন নতুন সিরিজ, যেমন খুব তাড়াতাড়ি দেশের রেল ট্র্যাকে নামতে চলেছে বন্দে ভারত স্লিপার ও বন্দে ভারত মেট্রো। আর এবার এই বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper) ট্রেন নিয়েই রেলের নতুন পরিকল্পনার কথা জানা গেল। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, আগামী দিনে বন্দে ভারত স্লিপার ট্র্যাকে নামলে রাজধানী এক্সপ্রেসের জায়গা নিয়ে নিতে পারে ওই সকল অত্যাধুনিক ট্রেনগুলি।

Advertisements

আরও পড়ুন ? Vande Bharat Metro First Look: সামনে এলো বন্দে ভারত মেট্রোর ফার্স্ট লুক! দেখে নিন কি কি সুবিধা রয়েছে এই ট্রেনে

কোন রুটে বন্দে ভারত স্লিপার চালানো হবে তা সম্পর্কে এখনো পর্যন্ত রেলের তরফ থেকে কিছু জানানো না হলেও বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, দেশের অন্যতম জনপ্রিয় ট্রেন রাজধানী এক্সপ্রেস যে সকল রুটে যাতায়াত করে সেই সকল রুটে বন্দে ভারত স্লিপার চালানো হতে পারে। রেলের তরফ থেকে ধীরে ধীরে রাজধানী এক্সপ্রেসগুলিকে বন্দে ভারত স্লিপারে পরিবর্তিত করা হতে পারে। যাতে করে যাত্রীরা পছন্দের ট্রেনের সুবিধা আরও বেশি পান।

রাজধানী এক্সপ্রেসের স্লিপার ক্লাস যাত্রীদের কাছে অন্যতম পছন্দের হওয়ার কারণে রেল মনে করছে, বন্দে ভারত স্লিপার পরিবর্তিত ট্রেন হিসাবে চালানো হলে তা যাত্রীদের আরও পছন্দ হয়ে দাঁড়াবে। এরই পরিপ্রেক্ষিতে সর্বভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমের তরফ থেকে দাবি করা হচ্ছে, রাজধানী এক্সপ্রেসের পরিবর্তিত ট্রেন হিসাবে রেল বন্দে ভারত স্লিপার ট্র্যাকে নামলেই ওই সকল রুটে চালাতে পারে।

Advertisements