নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গ, ভারত ছাড়াও বিদেশের বহু পর্যটকরা বছরের বিভিন্ন সময় সিকিমে ভিড় (Sikkim Tour) জমান। মূলত পাহাড়ি সৌন্দর্য উপভোগ করার জন্য সিকিমের মত রাজ্যের বিকল্প দেশে খুব কম রয়েছে। যে কারণে সরকার এবং ভারতীয় রেল (Indian Railways) সিকিমকে নিয়ে নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করছে।
ভারতের সব রাজ্যেই রেল পরিষেবা থাকলেও এখনো পর্যন্ত সিকিমে রেল পরিষেবা চালু হয়নি। তবে রেলের তরফ থেকে সিকিমকে প্রথম রেল পরিষেবা উপহার দেওয়ার জন্য তোড়জোড় কাজ চালানো হচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে খুব তাড়াতাড়ি সিকিমে রেল পরিষেবা চালু হয়ে যাবে। সিকিমকে রেলপথে জুড়ে দিতে সেবক থেকে রংপো পর্যন্ত তৈরি করা হচ্ছে প্রথম রেলপথ। আর এরই মধ্যে আরও একটি সুখবর এসে পৌঁছালো।
এই মুহূর্তে গোটা দেশে ৫০ টি বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) বিভিন্ন রুটে পরিষেবা দিচ্ছে। সূত্র মারফত জানা যাচ্ছে, সিকিমে রেলপথ চালু হয়ে যাওয়ার পর সেখানেও রেলের তরফ থেকে বন্দে ভারত এক্সপ্রেস চালানো হতে পারে। আর যদি তেমনটা হয় তাহলে সিকিম ট্যুরের (Sikkim Tour on Vande Bharat Express) আনন্দ মুহূর্তের মধ্যে বদলে যাবে বন্দে ভারত এক্সপ্রেস চড়ে। আশা করা হচ্ছে ২০২৫ সালের আগস্ট মাসে সিকিম রেলপথে জুড়ে যাবে এবং তারপরেই ধাপে ধাপে বন্দে ভারত চালানো হতে পারে।
বর্তমানে সিকিম ট্যুর করার জন্য পর্যটকদের হয় নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে নামতে হয় অথবা বাগডোগরা বা শিলিগুড়ি যাওয়ার পর অন্য গাড়ি ভাড়া করে সিকিম পৌঁছাতে হয়। এক্ষেত্রে পর্যটকদের অনেক বেশি খরচ হয়ে থাকে এবং যাত্রা পথের সময়ও অনেকটাই লেগে যায়। কিন্তু রংপো পর্যন্ত রেল পরিষেবা চালু হয়ে গেলে যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন চলে আসবে।
রংপো পর্যন্ত রেল পরিষেবা চালু হয়ে গেলে পর্যটকরা সরাসরি ট্রেনে চড়ে রংপো পৌঁছে যেতে পারবেন। এর ফলে সময় একদিকে যেমন কম লাগবে ঠিক সেই রকমই আবার খরচও অনেকটাই কমে যাবে। রংপো থেকে পরবর্তী রেল সম্প্রসারণ অর্থাৎ গ্যাংটক পর্যন্ত রেলপথ সম্প্রসারণ না হওয়া পর্যন্ত সেখান থেকে গাড়িতে চড়ে পর্যটকরা গ্যাংটক সহ বিভিন্ন জায়গা পৌঁছে যেতে পারবেন। এক্ষেত্রে তাদের কেবলমাত্র গাড়িতে পাড়ি দিতে হবে ৩৭ কিলোমিটার। যেখানে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে পাড়ি দিতে হয় ১৯০ কিলোমিটার, শিলিগুড়ি থেকে পাড়ি দিতে হয় ১৪৫ কিলোমিটার, বাগডোগরা থেকে পাড়ি দিতে হয় ১৫২ কিলোমিটার।