বাংলাএক্সপি ডেস্কঃ ভারতীয় রেল (Indian Railways) ফের নতুন ৩টি বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) চালু করতে চলেছে। যে তিনটি বন্দে ভারত এক্সপ্রেস পেতে চলেছে বাংলার পড়শি রাজ্য। এযাবৎ দেশের ৫০টির বেশি রুটে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন এক জায়গা থেকে অন্য জায়গা ছুটে চলেছে। দিন কয়েক আগেই তিনটি বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, আর আবারও তিনটি বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা হতে চলেছে।
ভারতীয় রেলের যে লক্ষ্যমাত্রা রয়েছে তাতে দেশের প্রত্যেক কোনায় বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনা অনুযায়ী ধীরে ধীরে দেশে সংখ্যা বাড়ানো হচ্ছে বন্দে ভারতের। নতুন যে তিনটি বন্দে ভারত এক্সপ্রেস চালু হতে চলেছে সেগুলি ১৫ সেপ্টেম্বর উদ্বোধন হতে পারে। উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
১৫ সেপ্টেম্বর নতুন তিনটি বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়া নিয়ে জল্পনা শুরু হলেও এখনো পর্যন্ত তা সরকারিভাবে ঘোষণা হয়নি। তবে সরকারিভাবে ঘোষণা না হলেও রেলের অন্দর থেকে যা খবর মিলছে তাতে সম্ভবত ঐ দিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন তিনটি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন।
আরও পড়ুন : World Bank: আগামী বছর বাড়তে পারে ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার, আশার আলো দেখালো বিশ্ব ব্যাংক।
নতুন যে তিনটি বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা হবে বলে জানা যাচ্ছে সেই তিনটি ট্রেন পেতে চলেছে বাংলার পড়শী রাজ্য ঝাড়খন্ড। নতুন তিনটি বন্দে ভারত এক্সপ্রেসের মধ্যে দুটি যাতায়াত করবে টাটানগর থেকে বিহারের পাটনা ও ওড়িশার বেরহামপুর এবং একটি যাতায়াত করবে দেওঘর ও উত্তরপ্রদেশের বারাণসীর মধ্যে। সাউথ ইস্ট জোনের জেনারেল ম্যানেজার অনিল কুমার মিশ্র এমনই তথ্য দিয়েছেন। এই সকল বন্দে ভারত এক্সপ্রেস চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে তিনি জানিয়েছেন।
নতুন এই তিনটি বন্দে ভারত এক্সপ্রেস চালু হলে ঝাড়খন্ড, বিহার, ওড়িশা ও উত্তরপ্রদেশের মধ্যে তৈরি হবে নতুন বন্দে ভারত বলয়। এই সকল ট্রেনের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ট্রেন হতে চলেছে দেওঘর ও বারাণসীর মধ্যে চালু হতে চলা বন্দে ভারত এক্সপ্রেসটি। কেননা এই ট্রেনটি চালু হলে দেওঘর থেকে বন্দে ভারতে চড়ে সোজা বারাণসী পৌঁছাতে পারবেন পুণ্যার্থীরা। বেশ কয়েক মাস ধরেই এই ট্রেনটি চালু হওয়া নিয়ে কানাঘুষো শোনা যাচ্ছে। এসবের মধ্যেই ১৫ সেপ্টেম্বর এই সকল বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনগুলি চালু হতে পারে বলে জানা যাচ্ছে।