নিজস্ব প্রতিবেদন : ভারতীয় নাগরিকদের কাছে গণপরিবহনের মেরুদন্ড রেল পরিষেবা (Indian Railway)। প্রতিদিন দেশের লক্ষ লক্ষ মানুষ ট্রেনের উপর নির্ভর করে এক জায়গা থেকে অন্য জায়গা যাতায়াত করে থাকেন। ট্রেনের উপর প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করলেও ট্রেন সম্পর্কিত বহু কিছু রয়েছে যা তাদের অজানা।
আমরা যারা ট্রেনের উপর নির্ভর করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করি তাদের প্রত্যেকেই জানি এক রেলস্টেশন (Railway Station) থেকে অন্য রেলস্টেশন যাতায়াত করার জন্য দীর্ঘ রাস্তা পাড়ি দিতে হয় আর তার জন্য লাগে দীর্ঘ সময়। তবে ভারতবর্ষে এমন দুটি রেলস্টেশন রয়েছে, যেখানে এক রেলস্টেশন থেকে অন্য রেলস্টেশনে পাড়ি দিতে লাগে মাত্র কয়েক সেকেন্ড সময়।
ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা রেলস্টেশনগুলিকে ঘিরে যেমন নানান ইতিহাস জড়িয়ে রয়েছে ঠিক সেই রকমই এই রেলস্টেশন দুটি নজর কেড়েছে তাদের ব্যবধানের কারণে। এমন নজির বিহীন দুটি রেলস্টেশন আবার রয়েছে কলকাতাতেই। চোখের সামনে থাকলেও অনেকে এই বিষয়টি নিয়ে অতটা আলোচনা করেন না।
দুটি আলাদা আলাদা স্টেশনের মধ্যে দূরত্ব অনেক থাকলেও কলকাতার যে দুটি স্টেশনের কথা বলা হচ্ছে সেই দুটি স্টেশনের মধ্যে দূরত্ব মাত্র ২০০ মিটার। এক রেলস্টেশন থেকে অন্য রেলস্টেশন পৌঁছাতে সময় লাগে মাত্র কয়েক সেকেন্ড। দেশের অনেক জায়গাতে এই রকম কম দূরত্বের স্টেশন থাকলেও কলকাতার এই দুটি স্টেশনের মত নয়।
খাস কলকাতার বুকে থাকা এই দুটি স্টেশন হলো কলকাতা সাব-আর্বান রেলের অধীনে টালিগঞ্জ এবং লেকগার্ডেন্স স্টেশন। টালিগঞ্জের ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে লেক গার্ডেন্সের প্ল্যাটফর্মের দূরত্ব মাত্র ১১০ মিটার। এই দূরত্ব লোকাল ট্রেনের চারটি বগির সমান। আরও আশ্চর্যের বিষয় হল এখানে যদি ১২ কোচের ট্রেন দাঁড়ায় তাহলে দুই স্টেশনের যাত্রীরা একসঙ্গে এক ট্রেনে উঠতে পারেন।