নিজস্ব প্রতিবেদন : শীত হোক অথবা গ্রীষ্ম, বছরের প্রত্যেক মরশুমেই দেশের নাগরিকরা এক জায়গা থেকে অন্য জায়গা যাতায়াতের জন্য ট্রেনের উপরই সবচেয়ে বেশি নির্ভরশীল। যে কারণে প্রতিদিনই বিপুলসংখ্যক মানুষদের ভিড় জমাতে দেখা যায় স্টেশনে স্টেশনে। আর এই সকল বিপুল সংখ্যক যাত্রীদের যাতে কোথাও কোনো রকম অসুবিধা না হয় তার জন্য রেলের তরফ থেকে নানান ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে।
সম্প্রতি দক্ষিণবঙ্গ জুড়ে যেভাবে গরম পড়েছে তা গত ৫০ বছরে দেখা যায়নি বললেই চলে। গত ৫০ বছরে এপ্রিল মাসে এইভাবে দিনের পর দিন তাপপ্রবাহ দেখা যায়নি। তবে এই তীব্র গরমেও কাজের তাগিদে সাধারণ মানুষদের ট্রেনে চড়ে এক জায়গা থেকে অন্য জায়গা যেতে হচ্ছে প্রতিদিন। এবার এই সকল যাত্রীদের জন্য পূর্ব রেলের তরফ থেকে রাজ্যের বিভিন্ন স্টেশনে বিশেষ উদ্যোগ (Railways New Arrangement) গ্রহণ করা হলো।
তীব্র গরমে মূলত প্রত্যেকের যা যা প্রয়োজন তা হলো পর্যাপ্ত পরিমাণে পানীয় জল আর সঠিক খাবার। পর্যাপ্ত পরিমাণে পানীয় জল আর সঠিক খাবার না খাওয়া হলে যেকোনো সময় অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ট্রেনে যারা দূরদূরান্তে যাতায়াত করে থাকেন তাদের শরীরের উপর আরও বিশেষ নজর দেওয়া দরকার। আর এরই পরিপ্রেক্ষিতে বর্ধমান, রামপুরহাট সহ বিভিন্ন স্টেশনে রেলের (Indian Railways) তরফ থেকে বিভিন্ন ক্যাম্পের বন্দোবস্ত করা হয়েছে।
আরও পড়ুন ? Vande Bharat vs Rapidx: সুবিধায় সমান, ভাড়ায় কম, ভারতেই চলে বন্দে ভারতকে টেক্কা দেওয়া এই ট্রেন
স্টেশনের প্লাটফর্মের মধ্যেই বিশেষ এই ক্যাম্প থেকে রেলের তরফ থেকে বিশুদ্ধ পানীয় জল এবং খাবার সরবরাহ করা হচ্ছে। যেখান থেকে যাত্রীরা ন্যায্য মূল্যে পানীয় জল ও খাবার সংগ্রহ করতে পারবেন। স্টেশনের প্লাটফর্মের মধ্যেই এই সকল ক্যাম্প করার ফলে প্রয়োজনীয় পানীয় জল ও খাবারের জন্য যাত্রীদের ছোটাছুটি করতে হবে না। হাতের কাছেই এবার যাত্রীরা পেয়ে যাবেন তাদের প্রয়োজনীয় পানীয় জল ও খাবার।
Eastern Railway prioritizes passenger well-being at Rampurhat Junction during the summer season by implementing measures to ensure adequate availability of potable drinking water and a variety of food options. pic.twitter.com/2rfVUZsbzW
— Eastern Railway (@EasternRailway) April 22, 2024
To ensure that the Railway passengers do not face any inconvenience during the summer, adequate drinking water and food arrangements have been made available at Barddhaman Railway Station of Eastern Railway pic.twitter.com/cDzgVDmRS9
— Eastern Railway (@EasternRailway) April 22, 2024
আবার পানীয় জল ও খাবার ক্রয় করার পর তার টাকা মেটানোর জন্যও সমস্যায় পড়তে হবে না। যাতে করে সহজেই টাকা মেটানো যায় তার জন্য রাখা হয়েছে ইউপিআই লেনদেন ব্যবস্থা। এসবের ফলে যাত্রীরা এখন সহজেই পানীয় জল থেকে খাবার পেয়ে যাবেন হাতের কাছে। রেলের তরফ থেকে জানানো হয়েছে, তীব্র গরমে যাতে যাত্রীদের পানীয় জল ও খাবার নিয়ে কোনো রকম সমস্যা না হয় তার জন্য এই সকল বন্দোবস্ত করা হয়েছে।