নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেল (Indian Railways) বর্তমানে দেশের ৫০টি রুটে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালানো শুরু করেছে। এই সকল রুটের মধ্যে আবার বাংলার বুকে রয়েছে ৬টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের রুট। তবে উল্লেখযোগ্য বিষয় হলো এই সকল বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) ট্রেনগুলিতে বহু সময় চাইলেও টিকিট পান না যাত্রীরা। বহু ক্ষেত্রেই কনফার্ম টিকিট পেতে রীতিমতো হিমশিম যাত্রীদের।
যাত্রীদের এমন সমস্যার কথা মাথায় রেখে এবার রেলের তরফ থেকে নতুন একটি উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ পুরোপুরিভাবে সফল হলে আর বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের কনফার্ম টিকিটের জন্য চিন্তা করতে হবে না। নতুন উদ্যোগে সহজেই নিজের মনের মতো সিট পেয়ে যাবেন যাত্রীরা।
আসলে বর্তমানে দেশে যে সকল বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন যাতায়াত করছে, সেই সকল ট্রেনগুলির অধিকাংশই হয় ১৬ কামরার অথবা ৮ কামরার। এই সকল ট্রেনগুলির কামরা ১৬ অথবা ৮ থাকার কারণে পিক সিজনগুলিতে টিকিট পেতে হিমশিম খেতে হয়। তাই রেলের তরফ থেকে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের কামরা সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলের তরফ থেকে ৮ অথবা ১৬-র পরিবর্তে কামরা সংখ্যা ২০ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যদিও রেলের তরফ থেকে এখন এই বিষয়টি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে। এক্ষেত্রে তারা কোন কোন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের কোচ সংখ্যা বৃদ্ধি করবে তা এখনো নির্দিষ্টভাবে কিছু জানায়নি। যদিও রেলের তরফ থেকে ২০ কোচের বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন নিয়ে ট্রায়াল রান শুরু করে দিয়েছে। গত ৯ আগস্ট প্রথম ট্রায়াল রান হয়। যেদিন আমেদাবাদ ও সুরাটের মধ্যে একটি বন্দে ভারত এক্সপ্রেস ২০ কোচ নিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যায়।
ট্রেনের কোচ সংখ্যা বৃদ্ধি করে দেওয়ার বিষয়টি অনেকটা সহজ মনে হলেও তা কিন্তু নয়। কেননা কোচ সংখ্যা বৃদ্ধি করার পর ট্রেনের গতি আগের মত থাকছে কিনা, যাত্রীদের নিরাপত্তা আগের মতোই রয়েছে কিনা ইত্যাদি নানান বিষয় খতিয়ে দেখার রয়েছে। এক্ষেত্রে যে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটিতে কোচ সংখ্যা বৃদ্ধি করে পরীক্ষা চালানো হয় তাতে রেলের পরীক্ষা সফল হয়েছে বলেই জানা যাচ্ছে রেল সূত্রে। সুতরাং আশা করা যেতে পারে আগামী দিনে যে সকল রুটগুলিতে ব্যাপক যাত্রী চাহিদা রয়েছে সেগুলিতে বেশি সংখ্যক কোচ নিয়ে ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস।