নিজস্ব প্রতিবেদন : দেশের প্রায় দু’কোটি মানুষ প্রতিদিন রেল পরিষেবার ওপর ভর করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে থাকেন। বিপুলসংখ্যক এই যাত্রীদের যাতায়াতের কারণে রেল পরিষেবা এখন হয়ে উঠেছে ভারতের গণপরিবহনের লাইফ লাইন। তবে রেল পরিষেবা (Indian Railways) নিশ্চিন্তে উপভোগ করতে হলে যাত্রীদের বেশ কিছু নিয়মকানুন মেনে চলতে হয়। এরই মধ্যে আবার মাঝে মাঝে রেল তাদের নিয়মে পরিবর্তন এনে নতুন নতুন নিয়ম (Indian Railways New Rules) জারিও করে থাকে।
রেলের নিয়ম অনুযায়ী আমরা প্রত্যেকেই জানি, ট্রেনে সফর করার জন্য যাত্রীদের কাছে বাধ্যতামূলকভাবে থাকতে হয় বৈধ টিকিট। বৈধ টিকিট না থাকলে যাত্রীদের থেকে জরিমানা আদায় করে থাকে রেল। তবে রেলের এমনও নিয়ম রয়েছে, যে নিয়ম অনুযায়ী একজন যাত্রীর কাছে বৈধ টিকিট থাকলেও তাকে জরিমানার মুখোমুখি হতে হয়। তবে এই নিয়মের ক্ষেত্রে আবার দিন ও রাতের ফারাক রয়েছে।
রেলের যে সকল নিয়ম রয়েছে সেই সকল নিয়ম অনুযায়ী একজন যাত্রীকে ট্রেনে চড়ার জন্য যেমন বৈধ টিকিট নিয়ে ট্রেনে চড়তে হয়, ঠিক সেই রকমই আবার প্লাটফর্মে যেতে হলে বৈধ প্ল্যাটফর্ম টিকিট থাকতে হয়। নতুন যে নিয়মের কথা বলা হচ্ছে, যা অধিকাংশ যাত্রীরা জানেন না তা টিকিট কেটে প্ল্যাটফর্মে প্রবেশের ক্ষেত্রে প্রযোজ্য। এই নিয়মটি না জানলে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দাঁড়িয়ে জরিমানা গুনতে হবে যাত্রীদের।
আরও পড়ুন ? TMC vs Rail: রেল মদতে দু’দিনে অভিযোগ ছাড়াল ৮০০! ২১ জুলাইকে ঘিরে টপে এই ৪ ট্রেন
অনেক ক্ষেত্রেই দেখা যায় যাত্রীরা ট্রেনের টিকিট বুকিং করার পর ট্রেন ছাড়ার অনেক আগে স্টেশনে পৌঁছে যান। কিন্তু নিয়ম বলছে, কোন যাত্রী দীর্ঘক্ষণ স্টেশনে অপেক্ষা করতে পারেন না। এমনকি এর জন্য রেলের তরফ থেকে সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। সেই সময়সীমা অনুযায়ী নিয়ম মেনে যাত্রীদের প্ল্যাটফর্মে পৌঁছে ট্রেনের জন্য অপেক্ষা করতে পারবেন। আর সেই নিয়মের বাইরে চলে গেলেই জরিমানা গুনতে হবে।
রেলের এই নিয়ম অনুসারে একজন যাত্রী বৈধ টিকিট বুকিং করার পর ট্রেন ধরার জন্য স্টেশনে দিনের বেলায় দু’ঘণ্টা আগে পৌঁছাতে পারবেন এবং ট্রেনের জন্য অপেক্ষা করতে পারবেন। যদি রাতে ট্রেন হয় তাহলে ৬ ঘন্টা আগে পৌঁছানো যাবে এবং ট্রেনের জন্য অপেক্ষা করা যাবে। কিন্তু এই সময়সীমার বাইরে অর্থাৎ এরও আগে যদি কেউ পৌঁছে যান তাহলে তাকে স্টেশনে থাকার জন্য প্ল্যাটফর্ম টিকিট বুক করতে হবে। রেলের তরফ থেকে এই সময়সীমা ধরা হয় মূলত ট্রেনের নির্ধারিত সময়সূচী অনুযায়ী। এক্ষেত্রে কোন ট্রেন যদি লেট থাকে তাহলে অবশ্যই যাত্রীরা অপেক্ষায় থাকতে পারবেন ট্রেনের জন্য। সেক্ষেত্রে তাদের আলাদা করে প্ল্যাটফর্ম টিকিট বুক করার দরকার হবে না।