নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেল (Indian Railways) দিন দিন উন্নতির দিকে পৌঁছালেও, হামেশাই বিভিন্ন ধরনের রেল দুর্ঘটনা সামনে আসতে দেখা যাচ্ছে। ভারতীয় রেলের তরফ থেকে যেখানে দেশের প্রতিটি যাত্রীকে নিশ্চিন্তে, নির্বিঘ্নে, সুস্থভাবে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য বদ্ধপরিকর, সেই জায়গায় এইভাবে একের পর এক দুর্ঘটনা সামনে আসা রীতিমত উদ্বেগ বাড়াচ্ছে রেলের। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, যেসব দূর্ঘটনা সামনে আসছে তাদের অধিকাংশই লাইনে ফাটল সহ লাইনের বিভিন্ন অসুখের কারণে হতে দেখা যায়।
লক্ষ্য করলে দেখতে পাবেন, রেল লাইনে কোথাও ফাটল রয়েছে কিনা অথবা কোথাও কোন সমস্যা রয়েছে কিনা, তা দেখার জন্য রেল কর্মীদের তরফ থেকে মাইলের পর মাইল হেঁটে হেঁটে, হাতুড়ি দিয়ে ঢুকে চেক করা হয়। মূলত রেল কর্মীরা রেল লাইনে হাতুড়ি দিয়ে ঢুকে শব্দ শুনে বুঝে নেন কোথাও কোন ফাটল অথবা সমস্যা রয়েছে কিনা। কিন্তু এই পদ্ধতি যেমন সময় সাপেক্ষ ঠিক সেই রকমই অতটা নিখুঁত নয়। যে কারণে রেলের তরফ থেকে এবার এমন এক মেশিন আনা হলো যাতে করে হাতুড়ি দিয়ে ঠুকে ঠুকে রেললাইন চেক করার দিন শেষ হতে চলেছে।
হাতুড়ি দিয়ে ঠুকে ঠুকে রেললাইন চেক করার দিনকে শেষ করে এবার লাইনের উপর দিয়ে গড়িয়ে যাবে একটি বিশেষ যন্ত্র। সেই বিশেষ যন্ত্র থেকে বের হবে আল্ট্রাসনিক শব্দ তরঙ্গ। সেই শব্দ তরঙ্গ নিখুঁতভাবে বুঝে নেবে রেললাইনে কোথাও গড়বড় রয়েছে কিনা। ঠিক যেভাবে আল্ট্রাসনোগ্রাফির মাধ্যমে মানবদেহে রোগের হদিস পাওয়া যায় বা খোঁজা হয়।
আরও পড়ুন ? দেশের ১১৫! বাংলার এই ৫ রেল স্টেশন পেল পরিস্কার, স্বাস্থ্যকর খাবার পরিবেশনে দরাজ সার্টিফিকেট
রেলের তরফ থেকে ট্র্যাকে এই যে নতুন যন্ত্র নামানো হয়েছে তার নাম হলো আলট্রাসনিক ফ্ল ডিটেকশন। এই মেশিনের মাধ্যমে রেললাইনে কেমন কম্পন তৈরি হচ্ছে, দুটি লাইন জোড়ার মাঝে ওয়েল্ডিং ঠিকঠাক আছে কিনা, লাইনে কোথাও সূক্ষ্ম কোন ফাটল রয়েছে কিনা সব নিমেষে বলে দিতে পারবে এই নতুন মেশিন। নতুন এই মেশিনের ফলে আর রেল কর্মীদের মাইলের পর মাইল হেঁটে গিয়ে হাতুড়ি দিয়ে লাইন ঠুকতে হবে না।
এর পাশাপাশি এই ধরনের বেশ কিছু মেশিনে ক্যামেরা লাগানো হয়েছে। সেইসব ক্যামেরার মাধ্যমে রেললাইনে অন্যান্য কোন সমস্যা রয়েছে কিনা তাও ধরে ফেলার কাজ করা যাচ্ছে নিমেষে। মেশিনটি রেল লাইনের তদারকি চালানোর সময় কোথাও কোনো রকম ত্রুটিবিচ্যুতি পেলেই সেই জায়গায় লাল সংকেত দিয়ে দেয় এবং সেই মতো যারা মেরামতির সঙ্গে যুক্ত রয়েছেন তারা সেখানে পৌঁছে মেরামতির ব্যবস্থা করেন। এই মেশিনের উপর এখন শিয়ালদা ডিভিশন সহ বিভিন্ন ডিভিশন ভরসা রাখছে এবং যাত্রীদের সুরক্ষা দেওয়ার জন্য রেলের তরফ থেকে আরও নতুন নতুন আধুনিক ব্যবস্থা চালু করা হচ্ছে।