Train Ticket Travel Insurance: রেল দিচ্ছে ১০ লাখ টাকার সুবিধা! খরচ ৫০ পয়সারও কম

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেল (Indian Railways) যেমন প্রতিদিন দেশের প্রায় দু’কোটি যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য গুরু দায়িত্ব নিয়ে থাকে, ঠিক সেই রকমই আবার রেল বিভিন্ন ধরনের সুবিধা প্রদান করে থাকে প্রত্যেক যাত্রীকে। রেল পরিষেবা এই সকল কারণে এমন এক পরিষেবায় পরিণত হয়েছে যা ভারতীয়দের রন্ধ্রে রন্ধ্রে গেঁথে গিয়েছে। আর এবার এই ভারতীয় রেলই দেশের মানুষদের ১০ লাখ টাকার সুবিধা। এই সুবিধা দেওয়া হয় ইনস্যুরেন্স (Train Ticket Travel Insurance) আকারে, তাও আবার মাত্র ৩৫-৪৫ পয়সায়।

Advertisements

ভারতীয় রেলের রেল নেটওয়ার্কে বিভিন্ন ধরনের ট্রেনের পরিষেবা রয়েছে। যেমন লোকাল ট্রেন, দূরপাল্লার ট্রেন, এমনকি রেল পরিষেবার মধ্যেই পড়ে মেট্রো পরিষেবা। তবে রেলের তরফ থেকে ১০ লক্ষ টাকার যে ইনস্যুরেন্স দেওয়া হচ্ছে সেই ইনসিওরেন্স কেবলমাত্র দূরপাল্লার ট্রেনের যাত্রীদের জন্যই দেওয়া হয়। রেলের নিয়ম অনুসারে দূরপাল্লার ট্রেনের প্রত্যেক যাত্রীরাই এই সুবিধা পেতে পারেন।

Advertisements

আবার এই ৩৫-৪৫ পয়সার বিনিময়ে এই ইনস্যুরেন্স পাওয়া যায় কেবলমাত্র অনলাইনে টিকিট বুকিং করলেই। যারা কাউন্টার থেকে টিকিট বুকিং করেন তারা এই সুবিধা পান না। আবার মজার বিষয় হল, যে সকল যাত্রীরা ট্রেনের সাধারণ কামরায় ভ্রমণ করেন তারা কিন্তু এই ইনস্যুরেন্সের সুবিধা পান না। সুবিধা পাবেন কেবলমাত্র সেই সকল যাত্রীরাই যারা সংরক্ষিত কামরার টিকিট বুকিং করে থাকেন। মূলত সংরক্ষিত কামরার যাত্রীদের জন্য রেলের তরফ থেকে ৩৫-৪৫ পয়সার বিনিময়ে ১০ লাখ টাকার এই ভ্রমণ বীমা দেওয়া হয়ে থাকে। আবার সমস্ত ট্রেনের এবং সমস্ত রুটের ক্ষেত্রে এই সুবিধা দেওয়া হয় না।

Advertisements

আরও পড়ুন ? Longest Train in World: ট্রেনের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে যেতে দম বেরিয়ে যাবে! বিশ্বের সবচেয়ে লম্বা ট্রেনটি লম্বায় কয়েক কিমি

সংরক্ষিত কামরায় ভ্রমণ করার সময় যদি কোন দুর্ঘটনা ঘটে সেক্ষেত্রে যাত্রীদের জীবন বীমার আওতায় ১০ লাখ টাকার কভারেজ দেওয়া হয়। দুর্ঘটনার কারণে যদি যাত্রীর মৃত্যু হয় অথবা তিনি অক্ষম হয়ে পড়েন সেক্ষেত্রে এই বিমার আওতায় কভারেজ দেওয়া হয়ে থাকে। স্থায়ীভাবে কেউ অক্ষম হয়ে পড়লে তাকে সাড়ে ৭ লাখ টাকার কভারেজ দেওয়া হয়। এছাড়াও আহতদের চিকিৎসার জন্য দু’লক্ষ টাকার কভারেজ দেওয়া হয়।

ভারতীয় রেলের এমন বীমার সুবিধা পাওয়ার জন্য আইআরসিটিসির অফিসিয়াল ওয়েবসাইট অথবা অ্যাপ থেকে টিকিট বুকিং করার সময় অপশন পাওয়া যাবে। সেখানেই টিকিট বুকিংয়ের সময় এই অপশনটি বেছে নিতে হবে। অপশনটি বেছে নেওয়া হলেই টিকিটের দামের সঙ্গে ৩৫ পয়সা থেকে ৪৫ পয়সা বাড়তি চার্জ করা হবে। আর ওই বাড়তি চার্জই যাত্রীদের বিপুল অংকের টাকার ট্রাভেল ইনসিওরেন্স দেবে।

Advertisements