Railway Ticket Auto Upgradation: এই গরমে স্লিপার টিকিটের দামে এসি কোচে ঘুমানোর সুযোগ! শুধু বুকিংয়ের সময় করতে হবে একটি কাজ

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পাশাপাশি গোটা দেশের বিভিন্ন রাজ্যে গত কয়েকদিন ধরে টানা গরমে নাজেহাল অবস্থা বাসিন্দাদের। এমন পরিস্থিতিতে ট্রেনে সফর করার সময় বারবার দেখা গিয়েছে, অন্যান্য শ্রেণীর যাত্রীদের এসি কামরায় জোরজবস্তি ঢুকে যেতে। আসলে তারা গরমে কিছুটা হলেও স্বস্তির জন্য এমনটা করছিলেন। তবে অন্য শ্রেণীর টিকিট বুকিং করে এসি কামরায় ভ্রমণ করা রেলের আইন অনুযায়ী গুরুতর অপরাধ।

অন্য শ্রেণীর টিকিট বুকিং করে এসি কামরায় ভ্রমণ বিষয়টি অপরাধ হলেও আবার রেলেরই একটি নিয়ম রয়েছে যে নিয়ম অনুযায়ী স্লিপার ক্লাসের টিকিট বুকিং করেও এসি কোচে ভ্রমণ করার সুযোগ পাওয়া যায়। ভারতীয় রেলের (Indian Railways) ওই নিয়ম অনুযায়ী যাত্রীরা স্লিপার কোচের টিকিটের দাম দিয়েই আরাম করে এসি কোচে ঘুমানোর সুযোগ পেতে পারেন। তবে এর জন্য টিকিট বুকিং করার সময় ছোট্ট একটি কাজ করতে হবে।

বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক ভারতীয় রেল প্রতিদিন প্রায় ২ কোটি যাত্রীদের এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে যায়। বিপুল সংখ্যক এই যাত্রীদের ভ্রমণের টিকিট বুকিংয়ের সুবিধার জন্য অফলাইন এবং অনলাইন দুই ধরনের টিকিট বুকিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। তবে আমরা রেলের যে সিস্টেমের কথা বলছি অর্থাৎ যে নিয়ম অনুসারে একজন যাত্রী স্লিপার টিকিটের দাম দিয়ে এসি কোচে চড়ার সুযোগ পেতে পারেন, তিনি এই সুযোগ পেতে পারেন কেবলমাত্র অনলাইনে টিকিট বুকিং করলে। অফলাইনে টিকিট বুকিং করা হলে এমন সুযোগের কোন জায়গা থাকে না।

আরও পড়ুন 👉 Lal Kuan Special Train: এবার বাংলা থেকে সহজেই এক ট্রেনেই যাওয়া যাবে নৈনিতাল! স্পেশাল ট্রেনের ঘোষণা করল রেল

আসলে যে সিস্টেমের কথা বলা হচ্ছে সেই সিস্টেমটির নাম হল অটো আপগ্রেশন (Railway Ticket Auto Upgradation)। যাত্রীরা যখন আইআরসিটিসির রেল কানেক্ট অ্যাপ অথবা ওয়েবসাইট থেকে সংরক্ষিত টিকিট বুকিং করেন তখন এই অপশন পাওয়া যায়। এক্ষেত্রে যখন যাত্রীরা অনলাইনে টিকিট বুকিং করবেন তখন তাদের এই অপশনটিতে টিক দিয়ে দিতে হবে। তাহলেই স্লিপার ক্লাসের টিকিটের দামে এসি কোচে ভ্রমণের সুযোগ মিলতে পারে।

সেই পদ্ধতি অনেকটা বিমানের ইকোনমি ক্লাসের টিকিটকে বিজনেজ ক্লাসের টিকিটে আপগ্রেড করার মত। তবে এই পুরো বিষয়টি নির্ভর করছে রেলের উপর। অনেক ক্ষেত্রেই দেখা যায়, যাত্রীরা স্লিপার ক্লাসের টিকিট বুকিং করে ওয়েটিং লিস্টে রয়েছেন। অথচ ওই একই ট্রেনে এসি কোচের অজস্র সিট ফাঁকা রয়েছে, তাহলে রেল কি করে, স্লিপার ক্লাসের ওই সকল যাত্রীদের স্লিপার ক্লাসের টিকিটের দামে এসি কোচের সিট দিয়ে দেয়। এর ফলে যাত্রীদের ট্যুর যেমন বাতিল হয় না, ঠিক সেই রকমই আবার ফাঁকা এসি কোচ যাওয়ার থেকে কিছুটা হলেও স্লিপার ক্লাসের টিকিটের দামে টাকা উঠে আসে রেলের।