Railway New App: Rail Connect অতীত! ৯০ কোটি টাকা ব্যয়ে নতুন সুপার অ্যাপ আনছে রেল

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেলের (Indian Railway) উপর ভর করে প্রতিদিন যে সংখ্যক মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে থাকেন তাতে ভারতের রেল পরিষেবা গণপরিবহনের মেরুদন্ড হিসেবে আখ্যা পেয়েছে। গণপরিবহনের মেরুদন্ড হিসেবে আখ্যা পাওয়ার এই পরিষেবাকে আরও উন্নত করার জন্য রেলের তরফ থেকে প্রতিনিয়ত নানান ব্যবস্থা করা হচ্ছে। ঠিক সেই রকমই এবার রেলের তরফ থেকে ৯০ কোটি টাকা ব্যয় নতুন একটি সুপার অ্যাপ আনা হচ্ছে বলে জানা যাচ্ছে।

বর্তমানে ভারতীয় রেলের যে সকল যাত্রীরা রয়েছেন তাদের মধ্যে প্রায় ১০ কোটি মানুষ রয়েছেন যারা Rail Connect অ্যাপ ব্যবহার করে থাকেন। এই অ্যাপের মাধ্যমে যাত্রীরা ট্রেনের টিকিট ছাড়াও অন্যান্য বিভিন্ন গণপরিবহনের টিকিট বুক করার সুযোগ পান। এর পাশাপাশি Where is My Train নামেও একটি অ্যাপের ব্যাপক ব্যবহার রয়েছে, যেটিও ১০ কোটির বেশি মানুষ ব্যবহার করেন। এই অ্যাপের মাধ্যমে ট্রেনের অবস্থান জানা যায়।

Rail Connect আইআরসিটিসির (IRCTC) অ্যাপ হলেও Where is My Train অ্যাপটি কিন্তু থার্ড পার্টি একটি সংস্থার। যে কারণে সবসময় ট্রেনের সঠিক অবস্থান পান না যাত্রীরা। এছাড়াও যাত্রীদের আলাদা আলাদা করে অ্যাপ ডাউনলোড করার মতো পদক্ষেপ নিতে হয়। এরই পরিপ্রেক্ষিতে রেলের তরফ থেকে এবার ৯০ কোটি টাকা ব্যয় করে নতুন একটি সুপার অ্যাপ আনা হচ্ছে, যার মাধ্যমে সব পরিষেবা এক জায়গায় পাওয়া যাবে বলে সূত্রের খবর।

আরও পড়ুন 👉 Rail Recruitment: ৪০ হাজারে শুরু, মাধ্যমিক পাশেই চাকরি, সাড়ে ৫ হাজার নিয়োগের ঘোষণা রেলের

নতুন যে সুপার অ্যাপ আনার পরিকল্পনা চলছে তা পরিচালনা করবে আইআরসিটিসি। এই অ্যাপটি অ্যাপের মাধ্যমে যাত্রীরা যেমন নিজেদের ট্রেনের টিকিট সহ অন্যান্য গণপরিবহনের টিকিট ক্রয় করতে পারবেন, ঠিক সেই রকমই একটি অ্যাপের মাধ্যমেই ট্রেনের সঠিক অবস্থান জানা যাবে। ট্রেনের টিকিট বুকিং এবং ট্রেনের সঠিক অবস্থান জানার পাশাপাশি এই অ্যাপটি অ্যাপের মাধ্যমেই রেলের অন্যান্য বিভিন্ন সুবিধা পাওয়া যাবে যা এযাবৎ ছিল না।

রেলের এই নতুন অ্যাপটি তৈরি করবে রেলের আইটি শাখা সিআরআইএস। জানা যাচ্ছে, এই অ্যাপের মধ্যে UTS, Rail Madat, ন্যাশনাল ট্রেন ইনকোয়্যারি সহ অন্যান্য পরিষেবাগুলিকেও জুড়ে দেওয়া হবে। এর ফলে দূরপাল্লার সংরক্ষিত টিকিট থেকে শুরু করে লোকাল ট্রেনের সাধারণ টিকিট বুকিংয়ের যে ঝামেলা রয়েছে তাও নিমেষে দূর হয়ে যাবে। পাশাপাশি লোকাল ট্রেনের মান্থলি টিকিট বুকিং সহ অন্যান্য পরিষেবাও পাওয়া যাবে। এছাড়াও নতুন এই অ্যাপ থেকে রেলের বাড়তি আয় হবে বলেও জানা যাচ্ছে।