হুলিয়া বদলাতে চলেছে ছোট ১০০০টি স্টেশনের, চিনতেই পারা যাবে না

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতে ভারতীয় রেলের গুরুত্ব অপরিসীম। সেই গুরুত্বের কথা মাথায় রেখে ভারতীয় রেলের তরফ থেকে প্রতিনিয়ত পরিকাঠামোগত দিক দিয়ে নানান পরিবর্তন করা হয়ে থাকে। ইতিমধ্যেই ভারতীয় রেলের তরফ থেকে দেশের গুরুত্বপূর্ণ কয়েকটি রেল স্টেশনকে আন্তর্জাতিক মানের রেলস্টেশন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বড় রেল স্টেশনগুলিকে আন্তর্জাতিক মানের রেল স্টেশন করার পরিকল্পনার পাশাপাশি এবার ছোট রেলস্টেশনগুলির হুলিয়া পরিবর্তনের সিদ্ধান্ত নিল রেল।

Advertisements

ভারতীয় রেলের তরফ থেকে দেশের ছোট ছোট ১০০০টি রেল স্টেশনকে অত্যাধুনিক করে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই সকল রেল স্টেশনগুলিকে অত্যাধুনিক করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে মূলত অমৃত ভারত স্টেশন স্কিমের আওতায়। উন্নয়নশীল শহরগুলিকে চিহ্নিত করে এই কাজ করা হবে বলে জানা যাচ্ছে।

Advertisements

ভারতীয় রেলের তরফ থেকে এই কাজ ধাপে ধাপে করা হবে। ইতিমধ্যেই ওড়িশার খুরদা রেলওয়ে স্টেশনের জন্য চার কোটি টাকা বিনিয়োগ করা হয় এবং তাকে আধুনিক করা হয়েছে। সেই মডেলকে কাজে লাগিয়েই বাকি রেল স্টেশনগুলিকে সাজিয়ে তোলার কাজ করা হবে।

Advertisements

রেলস্টেশনগুলিকে যেভাবে আধুনিক করার কাজ চলছে তা ইতিমধ্যেই যদি শিয়ালদহ এবং হাওড়া রেল স্টেশনে যাওয়া যায় তাহলে টের পাওয়া যাবে। যেখানে রেলস্টেশনের মধ্যেই অলংকার সহ বিভিন্ন দোকান এবং খাওয়া-দাওয়ার জন্য একাধিক রেস্টুরেন্ট খোলা হয়েছে। একসময় যেখানে রেলস্টেশনগুলিতে পানের পিক, নোংরা পড়ে থাকত সেই জায়গায় এখন রেলস্টেশনগুলি রীতিমত ছোট ছোট শপিংমলে পরিণত হচ্ছে।

বড় বড় রেল স্টেশনগুলিকে যেভাবে সাজিয়ে তোলার কাজ চলছে সেই রকমই ছোট ছোট রেল স্টেশনগুলিকেও সাজিয়ে তুলবে ভারতীয় রেল। এই সকল রেল স্টেশনগুলি এখন যে পরিস্থিতির মধ্যে রয়েছে সেই পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটে যাবে আগামী কয়েক বছরের মধ্যেই। রেলের এই কাজ ইতিমধ্যেই একাধিক রেল স্টেশনের ক্ষেত্রে শুরু হতে দেখাও যাচ্ছে। কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর পুরাতন এবং নতুন রেল স্টেশনের ফারাক দেখে যাত্রীরা চিনতে ভুল করতে পারেন।

Advertisements