Railway Loco Pilot Recruitment: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা থেকে শিক্ষা, বড় সিদ্ধান্ত রেলের! কমবে ঝুঁকি, বাড়বে কর্মসংস্থান

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ২০২৩ সালের জুন মাসেই ঘটেছিল দেশের অন্যতম মর্মান্তিক রেল দুর্ঘটনা করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনা। সেই রেল দুর্ঘটনার ঠিক এক বছর কাটতেই ফের একটি মর্মান্তিক রেল দুর্ঘটনার ঘটনা ঘটে গেল। এবারের রেল দুর্ঘটনা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে। গত সোমবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারান ১১ জন, অন্যদিকে আহত হন ৫০-এর বেশি। বারবার এমন রেল দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতীয় রেলের (Indian Railways) পরিকাঠামো এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ থেকে বিভিন্ন মহল।

Advertisements

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ার পর বিভিন্ন বিষয়ে প্রশ্ন উঠেছে। কিভাবে একটি মালগাড়ি একটি যাত্রীবাহী ট্রেনের পিছনে সেই ভাবে ধাক্কা মারলো, তার তদন্তেও উঠছে নানান প্রশ্ন। তবে এসবের মধ্যে দেশের অধিকাংশ মানুষরা রেলের দিকে যে অভিযোগের আঙ্গুল তুলছেন তা হল পর্যাপ্ত কর্মীর অভাব। আর এরই পরিপ্রেক্ষিতে এবার নড়েচড়ে বসলো রেল।

Advertisements

দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে বিরোধীরা বার বার লোকো পাইলটদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলছেন। অনেকেই দাবি করছেন একেক জন লোকো পাইলটকে ১৭-১৮ ঘন্টা কাজ করতে হয় আর এই ভাবে এতক্ষণ ধরে কাজ করার পর স্বাভাবিকভাবেই কারো মাথা ঠান্ডা থাকে না। এই সকল নানান দাবী দাওয়া এবং অভিযোগের পরিপ্রেক্ষিতে এবার রেলমন্ত্রকের তরফ থেকে বড় সিদ্ধান্ত নেওয়া হলো, ঘোষণা করা হলো তিনগুণ বেশি লোকো পাইলট নিয়োগ (Railway Loco Pilot Recruitment) করা হবে।

Advertisements

আরও পড়ুন ? MSP Announcement: দরকার নেই পিএম কিসানের সাহায্য! চাষীদের পকেটে ঢুকবে দেড়গুণ বেশি টাকা, বড় সিদ্ধান্ত কেন্দ্রের

মঙ্গলবার ভারতীয় রেলের তরফ থেকে জানানো হয়েছে, সহকারি লোকো পাইলট নিয়োগের সংখ্যা তিনগুণ বৃদ্ধি করা হচ্ছে। এই বিপুলসংখ্যক সহকারি লোকো পাইলট নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মূলত যাত্রী সুরক্ষা ও নিরাপত্তার কথা মাথায় রেখেই। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আগে যে সংখ্যক লোকো পাইলট নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল এখন তার তিনগুণ বেশি নিয়োগ করা হবে বলেই জানানো হয়েছে।

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে এর আগে ৫৬৯৬ জন সহকারি লোকো পাইলট নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু এবার এই নিয়োগ সংখ্যা একলাফে বাড়িয়ে ১৮ হাজার ৭৯৯ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হিসেব অনুযায়ী আগের তুলনায় ১৩১০৩ জন বাড়তি সহকারি লোকো পাইলট নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। তবে এই বিপুল সংখ্যক শূন্য পদ পূরণের জন্য অন্ততপক্ষে ছয় মাস সময় লাগবে বলেই জানা যাচ্ছে। কেননা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের পর পরীক্ষা সহ নিয়োগ প্রক্রিয়ায় বেশ সময় লাগবে বলেই মনে করা হচ্ছে।

Advertisements