নিজস্ব প্রতিবেদন : দেশের জনসংখ্যা দিন দিন যেভাবে বেড়ে চলেছে তাতে প্রতিদিনই বাড়ছে বেকারত্বের হার। জনসংখ্যার তুলনায় দেশে কর্মসংস্থান নেই বলেই জানা যাচ্ছে বিভিন্ন সূত্রে। তবে এরই মধ্যে এবার রেলের (Indian Railways) তরফ থেকে ৩ হাজারের বেশি শিক্ষানবিশ নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাধ্যমিক অথবা সমতুল্য কোন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা এই সকল শূন্য পদের জন্য আবেদন করতে পারবেন।
রেলের তরফ থেকে যে নিয়োগ (Railway Recruitment) করা হচ্ছে তার জন্য মোট শূন্য পদের সংখ্যা ঘোষণা করা হয়েছে ৩০১৫টি। এই সকল শূন্য পদে যারা আবেদন করতে চান তাদের রেলের অফিসিয়াল ওয়েবসাইট wcr.indianrailways.gov.in এ গিয়ে আবেদন করতে হবে। আবেদন করার পর যারা যোগ্য হিসাবে বিবেচিত হবেন তাদের পশ্চিম মধ্য রেলে নিয়োগ করা হবে।
রেলের তরফ থেকে ঘোষণা করা শিক্ষানবিসের এই সকল শূন্য পদের জন্য গত ১৫ ডিসেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং তা চলবে আগামী বছর ১৪ জানুয়ারি পর্যন্ত। যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে লাগবে মাধ্যমিক অথবা সমতুল্য অন্যকোন সরকার স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে দশম শ্রেণী পাশ। পাশ করার ক্ষেত্রে ন্যূনতম ৫০ শতাংশ মার্কস থাকতে হবে আবেদনকারীর। এছাড়াও ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকলেও এই সকল শূন্য পদের জন্য আবেদন করা যাবে।
আরও পড়ুন ? দেশের ১১৫! বাংলার এই ৫ রেল স্টেশন পেল পরিস্কার, স্বাস্থ্যকর খাবার পরিবেশনে দরাজ সার্টিফিকেট
সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা ছাড়া সাধারণ শ্রেণীর প্রার্থীদের এই সকল শূন্য পদের জন্য আবেদনের ক্ষেত্রে বয়স হতে হবে ১৪ থেকে ২৫ বছর। নম্বরের ভিত্তিতে প্রার্থীদের বেছে নেওয়া হবে এবং তারপর ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে রেলের তরফ থেকে। যদিও ঠিক কবে থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে তা এখনো স্পষ্ট করে রেলের তরফ থেকে জানানো হয়নি।
আবেদন করার জন্য চাকরিপ্রার্থীরা উপরিউক্ত ওয়েবসাইটটিতে ক্লিক করে ওয়েবসাইটের হোমপেজে আবেদন করার লিংক পেয়ে যাবেন। সেই লিংকে ক্লিক করার পরই একটি ফর্ম পাওয়া যাবে এবং সেটি খুব মনোযোগ সহকারে ফিলাপ করে আবেদনের জন্য সাবমিট করতে হবে। এই ফর্ম ফিলাপ করার সময় খুব ভালোভাবে এবং সঠিকভাবে নিজের নাম, জন্ম তারিখ, ফোন নম্বর, ইমেইল আইডি ইত্যাদি দিতে হবে। এরপর রেলের তরফ থেকে আবেদনকারীকে ইউজারনেম এবং পাসওয়ার্ড পাঠানো হবে। তারপর পুনরায় ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে ফর্মটি খুলে সমস্ত প্রয়োজনীয় নথি দিতে হবে ও নথির প্রমাণপত্র আপলোড করতে হবে।