নিজস্ব প্রতিবেদন : কাজে হোক অথবা ভ্রমণের জন্য ভারতের মতো দেশের কোটি কোটি মানুষ প্রতিদিন ট্রেনের উপর নির্ভর করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করেন। যে কারণে ভারতের গণপরিবহনের মেরুদন্ড হলো রেল পরিষেবা। প্রতিদিন বিভিন্ন রেলস্টেশন থেকে প্রায় ২৫ হাজারের কাছাকাছি যাত্রীবাহী ট্রেন গন্তব্যের দিকে রওনা দেয়।
তবে গণপরিবহনের এই মেরুদন্ডকে নিয়ে অভিযোগের অন্ত নেই। বিভিন্ন সময় যাত্রীদের অভিযোগ করতে দেখা যায় নির্ধারিত সময়ে রেল স্টেশনে ট্রেন পৌঁছাতে না পারার কারণে। সেই সমস্যার যাতে সমাধান হয় তার জন্য ভারতীয় রেলের তরফ থেকে নতুন টাইম টেবিল প্রকাশ করা হয়েছে।
নতুন এই টাইমটেবিল যেমন ট্রেন লেটে পৌঁছানোর যে অভিযোগ রয়েছে তার অনেকটাই সমাধান করবে, ঠিক তেমনি আবার নতুন এই টাইম টেবিল সম্পর্কে না জানলে ট্রেন মিস হতে পারে। যে কারণে ট্রেন মিস করার আগে এই টাইম টেবিল কোথায় পাওয়া যাবে তা জানা উচিত।
ভারতীয় রেলের তরফ থেকে নতুন এই টাইম টেবিলের নাম দেওয়া হয়েছে ট্রেনস অ্যাট এ গ্লানস। রেলের তরফ থেকে জানানো হয়েছে তাদের এই নতুন টাইম টেবিল পাওয়া যাবে www.indianrailways.gov.in ওয়েবসাইটে। এছাড়াও এখান থেকেই নতুন এই টাইম টেবিল ই-বুক হিসাবে ডাউনলোড করতে পারবেন যাত্রীরা।
এছাড়াও Railofy নামে একটি সংস্থার তরফ থেকে ৯৮৮১১৯৩৩২২ হোয়াটসঅ্যাপ নম্বর প্রদান করা হয়েছে, যেখানে যাত্রীরা তাদের পিএনআর নম্বর দিয়ে স্ট্যাটাস জানতে পারবেন। এর ফলে যাত্রীদের আলাদা করে কোন অ্যাপ ডাউনলোড করতে হবে না। অন্যদিকে রেলের নতুন টাইম টেবিলের কারণে করোনাকালের তুলনায় ট্রেনের সময়ানুবর্তিতা ৯ শতাংশ বাড়বে।