নিজস্ব প্রতিবেদন : ভারতের মতো বিপুলসংখ্যক জনসংখ্যার দেশে প্রতিদিন কোটি কোটি মানুষ ট্রেনের উপর নির্ভর করে যাতায়াত করেন। ট্রেনের উপর এই বিপুল সংখ্যক মানুষের নির্ভরশীলতার কথা মাথায় রেখে ভারতীয় রেলকে গণপরিবহনের মেরুদন্ড বলা হয়। কোন পরিবহনের মেরুদন্ড রেল পরিষেবার ওপর নির্ভর করে যাতায়াত করার জন্য সবচেয়ে বেশি জরুরি হলো টাইম টেবিল।
ভারতীয় রেলের তরফ থেকে নতুন টাইম টেবিল প্রকাশ করার ঘোষণা করা হয় শনিবার। নতুন এই টাইম টেবিলের নাম দেওয়া হয়েছে ‘ট্রেনস অ্যাট এ গ্লানস্ বা ট্যাগ’। এই টাইম টেবিল পাওয়া যাবে ভারতীয় রেলের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ www.indianrailways.gov.in এ। নতুন এই টাইমটেবিল অনুযায়ী শতাধিক ট্রেনের সময়সূচিতে বদল এসেছে।
পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে দেশে ৩২৪০ টি মেল ও এক্সপ্রেস ট্রেন যাতায়াত করে। এই সকল ট্রেনের মধ্যে রয়েছে বন্দে ভারত এক্সপ্রেস, গতিমান এক্সপ্রেস, রাজধানী এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস, হমসফর এক্সপ্রেস, তেজস এক্সপ্রেস, দুরন্ত এক্সপ্রেস, অন্ত্যোদয় এক্সপ্রেস, গরিব রথ এক্সপ্রেস, সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস, যুব এক্সপ্রেস, উদয় এক্সপ্রেস, জনশতাব্দী এক্সপ্রেসের মতো ট্রেন।
আবার প্রায় তিন হাজার প্যাসেঞ্জার ট্রেন এবং ৫০৬৬ টি অন্যান্য যাত্রীবাহী ট্রেন যাতায়াত করে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই যাত্রীদের অভিযোগ সঠিক সময়ে এই সকল ট্রেন নির্দিষ্ট স্টেশনে পৌঁছাতে পারে না। যাত্রীদের এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই ভারতীয় রেলের তরফ থেকে এমন পরিবর্তন আনা হয়েছে এবং এই সমস্যা সমাধান করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
রেলের তরফ থেকে এই যে নতুন টাইম টেবিল প্রকাশ করা হয়েছে তা রেলের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়ার পাশাপাশি ই-বুক হিসাবে ও ডাউনলোড করতে পারবেন যাত্রীরা।