নিজস্ব প্রতিবেদন : প্রতিদিনই দেশের প্রায় এক কোটি মানুষ কোন না কোন কাজের কারণে ভারতীয় রেলের (Indian Railways) উপর ভর করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করেন। কাছে কোথাও যাতায়াত করার ক্ষেত্রে সেই ভাবে সিট নিয়ে কোন সমস্যা হয় না, কিন্তু দূরে যাতায়াত করার ক্ষেত্রে যাত্রীদের রিজার্ভেশন করতে হয়। এবার এই রিজার্ভেশন টিকিটের ক্ষেত্রেই বড় বদল আনছে রেল (Indian Railways Rules Change)।
দূরে কোথাও যাওয়ার ক্ষেত্রে যাত্রীরা আগে থেকেই ট্রেনের কোন না কোন শ্রেণীর টিকিট বুকিং করে নেন। সেই টিকিট কনফার্ম হলে যাত্রীদের আর কোন চিন্তা থাকে না। তবে এতদিন এমনটাই ছিল। কেননা এবার সেই দিন শেষ করে দিতে চলেছে রেল। এবার কনফার্ম টিকিট রয়েছে এমন যাত্রীরা যদি ভাবেন যখন খুশি যে কোন স্টেশনে উঠব তাহলে সেই ভাবনা আগামী দিনে ভুল হতে চলেছে। কেননা রেলের তরফ থেকে এবার বড় বদল আনতে চলেছে।
রেলের তরফ থেকে এবার কনফার্ম টিকিট থাকা যাত্রীদের ট্রেনে ওঠা অর্থাৎ নিজের সিট দখল করার জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্র মারফৎ জানা যাচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী যে স্টেশন থেকে ট্রেনের ওঠার জন্য টিকিট বুকিং করা হয়েছে অর্থাৎ বোর্ডিং স্টেশন থেকে ১০ মিনিটের মধ্যে নিজের সিটে বসতে হবে। আর এমনটা না হলে যাত্রীদের কনফার্ম টিকিট বাতিল হয়ে যেতে পারে।
আরও পড়ুন ? Local train coach: বদলে গেল বাংলার লোকাল ট্রেনের কামরা! রয়েছে সিসিটিভি ক্যামেরা সহ এই ৬ সুবিধা
বহু যাত্রী রয়েছেন যারা যেখান থেকে ট্রেনে ওঠার জন্য টিকিট বুকিং করেন সেই স্টেশন থেকে না ওঠে অন্য কোন স্টেশন থেকে ট্রেনে চড়েন। উদাহরণ হিসাবে বলা যেতে পারে, হাওড়া থেকে দিল্লি যাওয়ার জন্য কেউ ট্রেনের টিকিট বুকিং করেছেন অথচ তিনি হাওড়া থেকে না চড়ে বর্ধমান অথবা অন্য কোন স্টেশন থেকে চড়ছেন। এই ধরনের অভ্যেস যাদের রয়েছে তাদের অবিলম্বে তা ত্যাগ করতে হবে।
রেলের তরফ থেকে এমন নিয়ম চালু করার পিছনে সবচেয়ে বড় কারণ হলো আরও বেশি সংখ্যক যাত্রীদের হাতে কনফার্ম টিকিট তুলে দেওয়া। ধরুন কোন ব্যক্তি হাওড়ার বদলে বর্ধমান থেকে চড়লেন। কিন্তু ওই ব্যক্তি যদি বর্ধমান থেকেই টিকিট বুকিং করতেন তাহলে অন্য কোন যাত্রী হাওড়া থেকে বর্ধমান পর্যন্ত কনফার্ম টিকিট পেয়ে যেতে পারতেন। প্রথম যাত্রীর সঠিক বোর্ডিং স্টেশন বেছে না নেওয়ার কারণে অন্য একজন যাত্রীর কনফার্ম টিকিট হাতছাড়া হয়ে থাকে। তবে এই ধরনের ঘটনার ক্ষেত্রে যদি কেউ অসুবিধায় পড়ে অন্য কোন স্টেশন থেকে উঠতে চান তাহলে তাকে টিকিটের বোর্ডিং স্টেশন পরিবর্তন করতে হবে।