নিজস্ব প্রতিবেদন : ভারতের মতো দেড়শো কোটির দেশে প্রতিদিন ৫০ লক্ষের বেশি মানুষ ট্রেনের উপর নির্ভর করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করেন। প্রয়োজনে, ভ্রমণে ট্রেনের ওপর ভরসা করার মূল কারণ হলো স্বাচ্ছন্দ যাত্রা এবং সস্তা। তবে ভারতীয় রেলের উপর নির্ভর করে প্রতিদিন এই বিপুল সংখ্যক মানুষ যাতায়াত করলেও রেলের এমন কিছু নিয়ম রয়েছে যা অনেকের অজানা।
রেলের বেশ কিছু নিয়ম রয়েছে যে নিয়মগুলি যাত্রীদের সুবিধা প্রদানের জন্য রেলের তরফ থেকে ব্যবস্থা করা হয়েছে। তবে এই সকল নিয়ম অনেক ক্ষেত্রেই দেখা যায় রেলের কর্মী অথবা আধিকারিকরা আপনাকে না জানাতেও পারেন। রেলের এই সকল নিয়ম সেই কারণেই জেনে রাখা খুব জরুরী। যাতে করে মাঝপথে কোথাও অসুবিধার সম্মুখীন হতে না হয়।
তিন দশক আগে ভারতীয় রেলের তরফ থেকে একটি নিয়ম চালু করা হয়েছিল। সেই নিয়মে বলা হয়েছে, যদি কোন মহিলা একা ট্রেনে সফর করে থাকেন এবং তার কাছে যদি টিকিট না থাকে তাহলে টিটিই তাকে জোর করে ট্রেন থেকে নামিয়ে দিতে পারবেন না। তিন দশক আগে চালু হওয়া এই নিয়ম নতুন করে ভালোভাবে লাগু করার দিকে জোর দেওয়া হচ্ছে।
১৯৮৯ সালে তৈরি হওয়া এই নিয়মে বলা হয়েছে, ট্রেনে একা সফর করছেন এমন মহিলার কাছে যদি টিকিট না থাকে এবং তার জন্য তাকে যে কোন স্টেশন অথবা জংশনে নামিয়ে দেওয়া হয় তাহলে তিনি বিপদে পড়তে পারেন। সেই জন্য একা সফর করা কোন মহিলার কাছে টিকিট না থাকলেও তাকে নামিয়ে দেওয়া যাবে না।
তবে এই নিয়মের সুবিধার অপব্যবহার করে যাতে টিকিটহীন অবস্থায় একা মহিলারা ট্রেনে সফর করতে না পারেন তার জন্য ব্যবস্থা রাখা হয়েছে রেলের তরফ থেকে। সে ক্ষেত্রে টিটিই ওই মহিলাকে ফাইন করতে পারবেন অথবা রেলের ওই ডিভিশনের কন্ট্রোল রুমে ফোন করে জিআরপির লেডি কনস্টেবল ডেকে ওই মহিলাকে তাদের হাতে তুলে দিতে পারবেন। তবে ট্রেন থেকে নামাতে পারবেন না।