India-Bangladesh Relations: সম্প্রতি ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের রাজনৈতিক অবস্থা যথেষ্ট টালমাটাল। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খারাপ হচ্ছে দিনকে দিন। আগস্ট মাস থেকে শুরু হয়েছে বাংলাদেশে কোটা আন্দোলন, তারপরে বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনার দেশত্যাগ। একের পর এক ঘটনায় সারা বিশ্বের কাছে বর্তমানে বাংলাদেশে বেশ চর্চিত। সম্প্রতি বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর মুসলিমদের যে অত্যাচার তার জন্য দেশটিকে সমালোচিত হতে হচ্ছে গোটা বিশ্বের সামনে।
সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির পরে অশান্তি পৌঁছেছে চরম মাত্রায়। এমনকি তাকে রেহাই দেওয়া হচ্ছে না কোনভাবেই। ঘটনা যেন আগুনে ঘি ঢালার কাজ করেছে। সংখ্যালঘুদের উপর দমন-পীড়ণের মাত্রা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। এই অভিযোগ তুলে বিক্ষোভে শামিল হয়েছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা। ভারতের সঙ্গে সম্পর্ক (India-Bangladesh Relations) বর্তমানে তলানিতে এসে ঠেকেছে।
ভারত সরকার বরাবর চেষ্টা করে এসেছে বাংলাদেশে যেসব সংখ্যালঘুরা রয়েছে তাদেরকে নিরাপদ রাখতে। এই বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে সম্পর্কে ডানা পড়েন লক্ষ্য করা গেছে বারংবার। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের অবস্থান নিয়ে দুই দেশের মধ্যে প্রতিক্রিয়া (India-Bangladesh Relations), পাল্টা প্রতিক্রিয়ার ফলে প্রভাব পড়েছে বৈদেশিক সম্পর্কে। বর্তমানে সম্পর্ক এতটাই খারাপ হয়ে গেছে যে দুই দেশের জনগণ জাতীয় পতাকাকে পর্যন্ত অবমাননা করছে।
আরও পড়ুন:India-Bangladesh Update: ভারতের চাল দেশে ঢোকাতে রাজি নয় বাংলাদেশ, কোন দেশের উপর করছে ভরসা
ভারত এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কতেও (India-Bangladesh Relations), এর প্রভাব পড়েছে যথেষ্টভাবে। আমদানি এবং রপ্তানি দুই দিক থেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এরই মধ্যে বৃহস্পতিবার পূর্ব রেলের গেদে সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানো হয় ৩৬টি ওয়াগন। চুক্তি মোতাবেকই ওই ওয়াগনগুলি বাংলাদেশের হাতে তুলে দেওয়া হয়। কঠিন পরিস্থিতির মধ্যেও ভারতীয় রেলের পক্ষ থেকে চুক্তি সম্পন্ন করা হয়েছে।
ওয়াগন পাঠানোর বিষয় নিয়ে পূর্ব রেলে মুখ্য জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত বলেন, “একটি বেসরকারি সংস্থার সঙ্গে বাংলাদেশের ওয়াগন সেই চুক্তি অনুযায়ী বাংলাদেশে ভারত থেকে পাঠানো হয়েছে ৩৬টি ওয়াগন। বাংলাদেশের যে অশান্তকর পরিবেশ সৃষ্টি হয়েছে তার জন্য প্রতিনিয়ত প্রভাবিত হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যিক সম্পর্ক। বিভিন্ন দেশের অর্থনীতির ওপরও এর প্রভাব পড়ছে। দীর্ঘ দিন ধরে বন্ধ রয়েছে দুই দেশের যাত্রীবাহী ট্রেন চলাচলও। সাধারণ মানুষ অপেক্ষা করছে কবে আবার স্বাভাবিক সময় ফিরে আসবে।