অসম থেকে নাগাল্যান্ড, বেড়াতে যাওয়ার রয়েছে এই স্পেশাল ট্রেন, অনেকেই জানেন না

Antara Nag

Published on:

Advertisements

ভারত গৌরব ডিলাক্স টুরিস্ট ট্রেনে (Bharat Gaurav Deluxe AC Tourist train) চেপে সহজেই পৌঁছে যান উত্তর-পূর্ব ভারত। ২১ শে মার্চ থেকে যাত্রা শুরু হবে এই ট্রেনের। চায়ের পেয়ালার সঙ্গে উত্তর পূর্বের মনোরম পরিবেশকে ট্রেনের জানলা দিয়ে উপভোগ করতে করতে এই সফর মন্দ হবে না! এই ট্রেনে চেপে আপনি পৌঁছে যেতে পারবেন অসম, মেঘালয় জেলা সহ আরো অন্যান্য বেশ কয়েকটি জায়গায়।

Advertisements

এই ট্রেন অসমের জোড়হাট, শিবসাগর, গুয়াহাটি, কাজিরাঙা প্রভৃতি অঞ্চল হয়ে পৌঁছে যাবে ত্রিপুরায়। সেখানকার উনকোটি, আগরতলা, উদয়পুর হয়ে পৌঁছবে নাগাল্যান্ডের কোহিমা, তারপর সেখান থেকে ডিমাপুর যাবে এই ট্রেন। তারপর এই ট্রেন আপনাকে পৌঁছে দেবে মেঘালয়ের চেরাপুঞ্জি ও শিলং।

Advertisements

রেল মন্ত্রক জানিয়েছে, ভারত গৌরব ডিলাক্স টুরিস্ট ট্রেন (Bharat Gaurav Deluxe AC Tourist train) ১৫ দিন ধরে উত্তর-পূর্বের বিভিন্ন স্টেশনে পৌঁছবে। তাই এই ট্রেনে সফর করলে ১৫ দিন ধরে উত্তর-পূর্ব ভারত বেড়িয়ে নেওয়ার সুযোগ থাকছে। ২১ শে মার্চ, শনিবার দিল্লির সফদরজং রেলস্টেশন থেকে ছাড়বে এই ট্রেন। ফলে ১৫ দিনের এই ট্যুর প্যাকেজে রয়েছে ভ্রমণবিলাসীদের জন্য ভরপুর আনন্দের হাতছানি।

Advertisements

উত্তর-পূর্ব ভারতের পর্যটনকে চাঙ্গা করতেই ভারত গৌরব ডিলাক্স টুরিস্ট ট্রেন (Bharat Gaurav Deluxe AC Tourist train) ২০২১ থেকে যাত্রা শুরু হয়েছে। সরকারের পক্ষ থেকে ‘দেখো আপনা দেশ’, ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’ স্কিমগুলির আওতায় পর্যটনকে চাঙ্গা করতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। যে সমস্ত স্টেশন থেকে এই ট্রেনে ওঠা যাবে বা যেসব স্টেশনে নামা যাবে, তা হল- দিল্লি, গাজিয়াবাদ, আলিগড়, তুন্ডলা, ইটাওয়াহ, কানপুর, লখনউ, বারাণসী।

১৫৬ জন যাত্রীকে নিয়ে যাওয়ার ক্ষমতা সম্পন্ন এই বিশেষ ট্রেনে রয়েছে এসি ১, এসি ২ কোচ। ট্রেনে থাকবে কিচেন, সেন্সর নির্ভর ওয়াশরুম, রেস্তোরাঁ সমেত বহু সুবিধা। টিকিটের দাম শুরু হচ্ছে মাথাপিছু ১,০৬,৯৯০ টাকা থেকে এসি ২ টিয়ারে, এসি ১ এ ১৩১৯৯০ টাকা থেকে শুরু।

Advertisements