বন্দে ভারত নয়, চালু হলো নতুন রাজধানী এক্সপ্রেস, ছুটবে এই রুটে

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দিন দিন দেশে বাড়ছে জনসংখ্যা। দিন দিন এই জনসংখ্যার বৃদ্ধির নিরিখে বাড়ছে গণপরিবহন থেকে শুরু করে সব কিছুরই চাহিদা। আর গণপরিবহনের চাহিদা সবচেয়ে বেশি মেটাতে সক্ষম রেল পরিষেবা (Indian Railways)। যে কারণে ভারতীয় রেল প্রতিনিয়ত দেশের নতুন নতুন ট্রেন চালু করছে, যাতে করে যাত্রীরা অনেক বেশি সুযোগ-সুবিধা পান।

Advertisements

নতুন নতুন ট্রেন চালু করার নিরিখে এখন দেশের মানুষের পাখির চোখ হলো বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। তবে দেশের মানুষের পাখির চোখ যখন বন্দে ভারত এক্সপ্রেসের দিকে সেই সময় দেশে চালু হল একটি রাজধানী এক্সপ্রেস (Rajdhani Express)। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের উপস্থিতিতে নতুন এই রাজধানী এক্সপ্রেস রেকের উদ্বোধন হয়।

Advertisements

নতুন যে রাজধানী এক্সপ্রেস ট্রেনটির উদ্বোধন করা হয়েছে সেই ট্রেনটি নতুন দিল্লি থেকে ভুবনেশ্বর পর্যন্ত যাতায়াত করবে। এই যুগে বন্দে ভারতের পরিবর্তে রাজধানী এক্সপ্রেস চালু হলেও নতুন এই রাজধানী এক্সপ্রেসটিতে রয়েছে তেজস এক্সপ্রেসের কোচ। যে কারণে এই ট্রেনের যাত্রীরা অনেক বেশি সুযোগ-সুবিধা পাবেন। যাত্রীদের সুযোগ-সুবিধা দিতে বদ্ধপরিকর প্রধানমন্ত্রীর ইচ্ছাতেই এমন বন্দোবস্ত হয়েছে বলে জানা যাচ্ছে।

Advertisements

নতুন এই রাজধানী এক্সপ্রেস ট্রেনটি নতুন দিল্লি থেকে ভুবনেশ্বর এবং ভুবনেশ্বর থেকে নতুন দিল্লি যাতায়াতের ক্ষেত্রে ১৩ টি স্টেশনে স্টপেজ দেবে। প্রান্তিক দুটি স্টেশন ছাড়াও যে সকল স্টেশনে স্টপেজ দেবে সেগুলি হল কটক, ভদ্রক, বালাসোর, হিজলি, টাটা নগর জংশন, মুরি, বোকারো স্টিল সিটি, এনএসসি বোস জে গোমোহ, কোডারমা জংশন, গয়া জংশন, দীনদয়াল উপাধ্যায় জংশন, প্রয়াগরাজ জংশন এবং কানপুর সেন্ট্রাল।

নতুন দিল্লি থেকে ভুবনেশ্বরের দূরত্ব হলো ১৮০১ কিলোমিটার। এই পথ পাড়ি দিতে ট্রেনটির সময় লাগবে ২৪ ঘন্টা ২৫ মিনিট। ট্রেনটি সপ্তাহে প্রতিদিন চলবে। দুরন্ত এক্সপ্রেসের পর এই রুটে দ্বিতীয় সবচেয়ে দ্রুতগামী ট্রেন হিসাবে চালু হলো রাজধানী এক্সপ্রেস। নতুন এই ট্রেনটিতে থাকছে ইলেক্ট্রো-নিউমেটিক অ্যাসিস্টেড ব্রেক, অটোমেটিক দরজা, বায়ো-টয়লেটের সুবিধাও। এছাড়াও থাকছে ট্রেনে প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম, ডিজিটাল ডেস্টিনেশন বোর্ড এবং ইলেকট্রনিক প্যাসেঞ্জার রিজার্ভেশন চার্ট, কোচে যাত্রীদের ওয়াই ফাই।

Advertisements