নিজস্ব প্রতিবেদন : গণপরিবহন থেকে পণ্য পরিবহন, সবক্ষেত্রেই দেশের মানুষ যার ওপর সবচেয়ে বেশি নির্ভরশীল তা হল রেল (Rail)। কম খরচে কম সময়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া অথবা পণ্য সামগ্রী প্রেরণের ক্ষেত্রে এই রেল পরিষেবা সবচেয়ে নির্ভরশীল। তবে দিন দিন এই পরিষেবার চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়ে চলেছে দুর্নীতি। যার জেরে স্বাভাবিকভাবেই সমস্যার সম্মুখীন হচ্ছেন যাত্রীরা। এমত অবস্থায় এই দুর্নীতির বহর রুখে দিতে ভারতীয় রেলের (Indian Railway) তরফ থেকে নতুন একটি ব্যবস্থা গ্রহণ করা হলো।
নতুন এই ব্যবস্থায় যেকোনো রেলকর্মী, আধিকারিকদের বিরুদ্ধে দুর্নীতির দেখলেই সঙ্গে সঙ্গে লিখিতভাবে অভিযোগ করা যাবে। তবে বিশেষভাবে উল্লেখযোগ্য এটাই যে, এই অভিযোগ সম্পূর্ণ ভাবে থাকবে গোপন। অর্থাৎ কে অভিযোগ করছেন তা ঘুণাক্ষরেও টের পাবেন না অন্যরা। এই নতুন ব্যবস্থা চালু করেছে রেলের ভিজিল্যান্স বিভাগ। তারা চালু করেছে ‘পাবলিক ইনটারেস্ট ডিসক্লোজার অ্যান্ড প্রোটেকশন অফ ইনফরমেশন’ বা ‘পিআইডিপিআই’ (PIDPI)।
এই ব্যবস্থাপনার মাধ্যমে অভিযোগকারী ব্যক্তি সিল করা খামে সরাসরি অভিযোগ জানাতে পারবেন সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের সচিবকে। চিঠি পাঠাতে হবে ‘সতর্ক ভবন-ব্লক এ, জিপিও কমপ্লেক্স আইএনএ, নিউ দিল্লি ১১০০২৩’ ঠিকানায়।
ইতিমধ্যেই এই বিষয়টিকে প্রতিটি যাত্রীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য ব্যাপক প্রচারের নির্দেশ দিয়েছে রেল বোর্ড (Rail Board)। এই বিষয়ে রেল বোর্ডের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, যেন প্রতিটি রেলস্টেশন, টিকিট বুকিং কাউন্টার সহ অন্যান্য সমস্ত জায়গায় পোস্টার-ব্যানার ইত্যাদি টাঙ্গানোর ব্যবস্থা করা হয়। যাতে করে প্রতিটি যাত্রীর কাছে যেন এই বার্তা সহজে পৌঁছে যায়।
ট্রেনের বিভিন্ন পরিষেবার মধ্যে সবথেকে বেশি অভিযোগ মূলত রিজার্ভেশন টিকিট নিয়ে। রিজার্ভেশন টিকিটের ক্ষেত্রে দালাল চক্রের রমরমা দীর্ঘদিনের। এমনকি যাত্রীদের মধ্যে থেকে এটাও অভিযোগ আসতে শোনা যায়, এই সকল দালাল চক্রের সঙ্গে রেল কর্মীদের একাংশ জড়িত। এখন এই সকল বিষয়ে যাত্রীরা চাইলে সরাসরি সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের সচিবকে লিখিতভাবে অভিযোগ জানাতে পারবেন।