নিজস্ব প্রতিবেদন : ভারতীয় নাগরিকদের ভারতীয় রেলের (Indian Railways) তরফ থেকে যে সকল উপহার দেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম হলো, দেশের প্রথম সেমি হাই স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির এই ট্রেনটি যাত্রীদের সর্বোচ্চ স্বাচ্ছন্দ, নিরাপত্তা দিয়ে থাকে। আর এবার এই ট্রেনটিকেই সামার স্পেশাল ট্রেন (Summer Special Vande Bharat Express) হিসাবে চালানোর সিদ্ধান্ত নিল রেল।
ভারতের নতুন বন্দে ভারত এক্সপ্রেসের শেষ উদ্বোধন হয়েছে গত ১২ মার্চ। ঐদিন একগুচ্ছ ট্রেন উদ্বোধন হওয়ার পর এই মুহূর্তে দেশে মোট ৫১ টি বন্দে ভারত এক্সপ্রেস চলছে। আর এরই মধ্যে ভারতীয় রেলের তরফ থেকে আপাতত একটি রুটে সামার স্পেশাল বন্দে ভারত এক্সপ্রেস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যান্য আরও বেশ কিছু রুটে আগামী দিনে সামার স্পেশাল বন্দে ভারত চালানো হতে পারে বলেও জানা যাচ্ছে সূত্র মারফত।
ভারতীয় রেলের তরফ থেকে যে রুটটিকে বেছে নেওয়া হয়েছে সেই রুটটি হলো তামিলনাড়ুর চেন্নাই এগমোর থেকে নাগেরকয়েল। গত সোমবার রেলের তরফ থেকে নতুন এই সামার স্পেশাল বন্দে ভারত এক্সপ্রেস চালানোর ঘোষণা করা হয়েছে। এর আগেও এই রুটে স্পেশাল ট্রেন হিসাবে বন্দে ভারত এক্সপ্রেস চালানো হচ্ছিল। আর সেই ট্রেনটিকেই আরও বেশ কয়েকদিন সামার স্পেশাল বন্দে ভারত এক্সপ্রেস হিসাবে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন ? East West Metro: দীর্ঘ প্রতীক্ষিত হাওড়া-এসপ্ল্যানেড মেট্রোয় নয়া সমস্যা! কড়া হচ্ছে মেট্রো কর্তৃপক্ষ
রেলের ঘোষণা অনুযায়ী এই ট্রেনটি ০৬০৫৭/০৬০৫৮ ট্রেন দুটি আপ ও ডাউন পরিষেবা দিয়ে থাকবে। যে সকল দিনগুলিতে পরিষেবা দেবে সেগুলি হল ১২, ১৩, ১৪, ১৯, ২০, ২১, ২৬, ২৭ এবং ২৮ এপ্রিল। নির্ধারিত ওই দিনগুলিতে ট্রেনটি নাগেরকয়েল জংশন থেকে দুপুর ২:৫০ মিনিটে ছাড়বে এবং চেন্নাই এগমোর পৌঁছাবে রাত ১১ঃ৪৫ মিনিটে। অন্যদিকে চেন্নাই এগমোর স্টেশন থেকে ট্রেনটি ছাড়ার সময় হলো ভোর ৫:১৫ মিনিট এবং নাগেরকয়েল পৌঁছানোর সময় দুপুর ২:১০ মিনিট।
স্পেশাল ট্রেন হওয়ার কারণে অন্যান্য বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের তুলনায় এই ট্রেনের ভাড়া তুলনামূলক কিছুটা বেশি হবে বলেই জানা যাচ্ছে সূত্র মারফত। অন্যদিকে দেশের বিভিন্ন জায়গার পাশাপাশি এখন পশ্চিমবঙ্গেরও বিভিন্ন রুটে ট্রেনের চাহিদা ব্যাপক লক্ষ্য করা যাচ্ছে। সেই মত রাজ্যের বাসিন্দারাও পশ্চিমবঙ্গের জন্য বেশ কিছু স্পেশাল ট্রেন দাবি করছেন। বিশেষ করে উত্তরবঙ্গ যাওয়ার জন্য যদি আরও কিছু স্পেশাল ট্রেন দেওয়া হয় তাহলে পর্যটকরা উপকৃত হবেন বলে জানিয়েছেন।