Indian Railways: সাধারণ মানুষের যাতায়াতের অন্যতম মাধ্যম হলো রেলপথ। যে মাধ্যমকে ব্যবহার করে বহু মানুষ ছুটে যায় দেশের যে কোনো প্রান্তে। মূলত সাশ্রয়ী মূল্যে সাধারণ মানুষকে আরামদায়ক ভ্রমণ প্রদান করে এই রেল মাধ্যম। তাই প্রতিনিয়ত যাত্রীদের সুবিধার্থেই নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করছে ভারতীয় রেল। সাম্প্রতিক তেমনি যাত্রীদের সুবিধার জন্য এক পদক্ষেপ কার্যকর করল রেল কর্তৃপক্ষ। কি সেই নতুন উদ্যোগ?
দেশের দূরের কোনো প্রান্তে ট্রেনে করে পৌঁছাতে গেলে বিশেষ কিছু নিয়ম মানতে হয়। তার মধ্যে অন্যতম নিয়ম হলো টিকিট কাটা। রিজার্ভেশন টিকিট থাকলে আরামে দেশের যেকোন প্রান্তে পৌঁছানো যায়। তবে সাম্প্রতিক ভারতীয় রেল (Indian Railways) ঘোষণা করেছে আর প্রয়োজন নেই রিজার্ভেশন টিকিট কাটার। এবার থেকে সাধারণভাবেই স্টেশন থেকে বা অনলাইনে টিকিট কেটে দেশের যেকোনো প্রান্তে ট্রেন পথে পৌঁছাতে পারবেন রেল যাত্রীরা। অর্থাৎ স্টেশনের টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে বা অনলাইনে ইউটিএস অ্যাপে টিকিট কেটে তৎক্ষণাত সেই ট্রেনে করে যাওয়া যাবে গন্তব্যে। মূলত একাধিক শহরগুলিকে সংযোগ করাই হলো এই উদ্যোগের মূল লক্ষ্য। পাশাপাশি যাত্রীদের ভ্রমণ হবে আরামদায়ক এবং টিকিট হবে বেশ সস্তা। তাহলে কি যে কোনো ট্রেনে এই নিয়ম কার্যকর হবে?
এ প্রসঙ্গে ভারতীয় রেল জানিয়েছে, সমস্ত ট্রেনে এই নিয়ম লাগু হবে না। এর জন্য রেল তরফে মঙ্গলবার ১০টি নতুন ট্রেন চালু করেছে। আর সেই ট্রেনগুলোতেই কার্যকর করা হয়েছে এই নিয়ম। ভারতের বেশ কিছু ট্রেন রুটে যাত্রী সংখ্যা অত্যন্ত বেশি। মূলত সেই যাত্রী সামাল দিতেই এই নয়া পদক্ষেপ ভারতীয় রেলের। যাতে যাত্রীদের ট্রেন ভ্রমণ আরো সহজ হবে বলে আশা করছে রেল কর্তৃপক্ষ।
আরও পড়ুন: মহাকুম্ভ যাত্রার জন্য কলকাতা থেকে বিশেষ ভারত গৌরব ট্রেন, ছাড়বে ২০শে ফেব্রুয়ারি
কোন দশটি ট্রেনে রিজার্ভেশন টিকিট ছাড়াই তৎক্ষণাৎ টিকিট কেটে উঠতে পারবেন রেল যাত্রীরা? ট্রেনগুলির সময়সূচি বা কি রয়েছে? ভারতীয় রেল (Indian Railways) তরফে চালু করা সেই ১০টি ট্রেন হল দিল্লি-জয়পুর এক্সপ্রেস, আমেদাবাদ-সুরাট ফাস্ট, লখনৌ-বারাণসী এক্সপ্রেস, চেন্নাই-বেঙ্গালুরু এক্সপ্রেস, পাটনা-গয়া এক্সপ্রেস, কলকাতা-পাটনা ইনটারসিটি, ভোপাল-ইন্দোর ইন্টারসিটি, জয়পুর-আজমের ফাস্ট, মুম্বাই-পুনে সুপারফাস্ট, হায়দ্রাবাদ বিজয়ওয়ারা এক্সপ্রেস। কোন ট্রেনের কি সময়সূচী রয়েছে রইল তালিকা।
- দিল্লি-জয়পুর এক্সপ্রেস:- সকাল ৬টায় দিল্লি থেকে ছাড়বে এবং জয়পুর পৌছাবে দুপুর ১:৩০ মিনিটে।
- আমেদাবাদ-সুরাট সুপারফাস্ট:- আমেদাবাদ থেকে এই এক্সপ্রেস ছাড়া হবে সকাল ৭টায়। যা সুরাট পৌঁছাবে দুপুর সাড়ে ১২টায়।
- লখনৌ-বারাণসী এক্সপ্রেস:- সকাল ৭টায় এই এক্সপ্রেস ছাড়বে লখনৌ থেকে এবং বারাণসীতে গিয়ে পৌঁছাবে দুপুর ১:৩০ মিনিটে।
- চেন্নাই‐ব্যাঙ্গালোর এক্সপ্রেস:- চেন্নাই থেকে সকাল ৮টায় ছাড়া হবে এক্সপ্রেস এবং বেঙ্গালুরুতে গিয়ে পৌঁছবে দুপুর ৩:৩০ মিনিটে।
- পাটনা-গয়া এক্সপ্রেস:- সকাল ৬টায় পাটনা থেকে ছাড়া হবে রাত ৯:৩০ মিনিটে এই এক্সপ্রেস পৌঁছাবে গয়ায়।
- কলকাতা-পাটনা ইনটারসিটি:- কলকাতা থেকে এই ট্রেন ছাড়বে সকাল ৫টায় এবং দুপুর ২টায় পৌঁছাবে পাটনায়।
- ভোপাল-ইন্দোর ইন্টারসিটি:- ভোপাল থেকে সকাল ৬:৩০ মিনিটে ছাড়বে এই ট্রেন এবং ইন্দোরে গিয়ে পৌছবে দুপুর ১২টায়।
- জয়পুর-আজমের সুপারফাস্ট:- সকাল ৮ টায় জয়পুর থেকে ট্রেন ছাড়বে এবং রাত ১১:৩০ মিনিটে গিয়ে পৌঁছাবে আজমের।
- মুম্বাই-পুনে সুপারফাস্ট:- মুম্বাই থেকে এই ট্রেন ছাড়বে সকাল ৭টায় এবং পুনেতে গিয়ে পৌঁছাবে সকাল ১১টায়।
- হায়দ্রাবাদ-বিজয়ওয়ারা এক্সপ্রেস:- সকাল সাড়ে ৭টায় হায়দ্রাবাদ থেকে ছাড়বে এই এক্সপ্রেস এবং দুপুর ২টোয় পৌঁছাবে বিজয়ওয়ারা স্টেশনে।