নিজস্ব প্রতিবেদন : প্রতিদিন প্রায় দু কোটির কাছাকাছি মানুষ রেল পরিষেবার উপর নির্ভর করে এক জায়গা থেকে অন্য জায়গা যাতায়াত করেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সম্প্রতি জানিয়েছেন, ভারতে বছরে ৭০০ কোটি মানুষ রেলের উপর নির্ভর করে যাতায়াত করেন। বিপুলসংখ্যক এই মানুষের যাতায়াত এবং তাদের চাহিদার কথা মাথায় রেখে প্রতিনিয়ত রেলকে (Indian Railways) উন্নত করা হচ্ছে।
রেলকে উন্নত করার পদক্ষেপ হিসাবে ইতিমধ্যেই ভারতের রেল ট্র্যাকে আমজনতার স্বপ্ন পূরণ করে তাদের চাহিদা মতো নামানো হয়েছে বন্দে ভারত এক্সপ্রেস। তবে এবার বন্দে ভারত এক্সপ্রেস অতীত হতে চলেছে, কেননা মানুষের চাহিদার শেষ নেই আর সেই চাহিদা বারবার ডাক দিচ্ছে বুলেট ট্রেনের (Bullet Train)। ভারতীয় রেল সাধারণ মানুষের চাহিদার ভিত্তিতেই বুলেট ট্রেন (Indian Railways Bullet Train) নিয়ে বড় পদক্ষেপ নিতে চলেছে।
বুলেট ট্রেন প্রকল্প বাস্তবায়িত করার জন্য যেভাবে কাজ এগোচ্ছে তাতে ২০২৬ সালের জুন জুলাই মাসেই ভারতীয়রা উপহারস্বরূপ পেয়ে যাবেন বুলেট ট্রেন। ভারতের প্রথম বুলেট ট্রেনের চাকা গড়াবে গুজরাতে। ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেড চলতি বছর আগস্ট মাসের মধ্যে বেশ কয়েকটি বুলেট ট্রেন এবং অপারেটিং সিস্টেম কেনার জন্য চুক্তির ক্ষেত্রে দর হাঁকতে পারে। মূলত দুই ধরনের বুলেট ট্রেন চালানো হবে বলেই জানা যাচ্ছে।
আরও পড়ুন ? First Bullet Train Station: কেমন হতে চলেছে ভারতের প্রথম বুলেট ট্রেন স্টেশন! দেখে নিন ভিডিওতে
এক ধরনের বুলেট ট্রেন যেগুলি অল স্টপ এবং আর এক ধরনের বুলেট ট্রেন যেগুলি সীমিত সংখ্যক স্টপ হিসাবে চলবে। ইতিমধ্যেই গুজরাতে আন্তর্জাতিক মানের ঝাঁ চকচকে বুলেট ট্রেনের জন্য রেলস্টেশন তৈরি হয়ে গিয়েছে। সেক্ষেত্রে আমেদাবাদ ও মুম্বাইয়ের মধ্যে ৫০৮ কিলোমিটার পথে বুলেট ট্রেন চালানো হবে এবং এই পথ পাড়ি দিতে বুলেট ট্রেন সময় নেবে মাত্র দু’ঘণ্টা। এই বুলেট ট্রেন সব স্টেশনে স্টপেজ দেবেন না। অন্যদিকে যে বুলেট ট্রেনটি সব স্টেশনে স্টপেজ দেবে সেটির এই পথ পাড়ি দিতে সময় লাগবে দু’ঘণ্টা ৪৫ মিনিট।
গত জানুয়ারি মাস পর্যন্ত গুজরাটে ৪৮.৩ শতাংশ বুলেট প্রকল্পের কাজ হয়ে গিয়েছে, অন্যদিকে মহারাষ্ট্রে ২২.৫% প্রকল্পের কাজ হয়েছে। আর এসবের মধ্যেই জাপানের সঙ্গে বুলেট ট্রেন কেনার বিষয়ে ভারত সরকার আলাপ-আলোচনা চালাচ্ছে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। শুধু আলাপ আলোচনা নয়, চলতি মাসের শেষের দিকে ভারত সরকার জাপানের থেকে ৬টি বুলেট ট্রেন কেনার জন্য চুক্তি করতে পারে বলেও সূত্রের খবর। এই চুক্তি সম্পূর্ণ হলেই ভারতের মাটিতে বুলেট ট্রেনের চাকা গড়ানোর স্বপ্ন অনেকটাই সাকার হবে।