স্টেশনে স্টেশনে বসছে LED স্ক্রিন, লোকাল ট্রেনে টিভি, ঢালাও সাজছে এই ডিভিশন

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : গণপরিবহনের মেরুদন্ড হিসেবে ভারতীয় নাগরিকদের কাছে পরিচিত ভারতীয় রেল (Indian Railways)। ভারতীয় রেল যেমন ভারতীয় নাগরিকদের কাছে গুরুত্বপূর্ণ সেই রকমই রেলের তরফ থেকেও প্রতিনিয়ত রেল ব্যবস্থাকে সাজিয়ে তোলার কাজ চালানো হয়। এবার সেই রকমই ভারতীয় রেলের তরফ থেকে এই ডিভিশনকে ঢালাওভাবে সাজিয়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হলো।

আগেই হাওড়া ডিভিশনের বিভিন্ন লোকাল ট্রেনের কামড়ায় বসেছে টিভি। সেই রকমই এবার অন্যান্য ডিভিশনের লোকাল ট্রেনের কামরায় টিভি বসানোর বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন করে সাজিয়ে তোলার এমন উদ্যোগ নেওয়া হয়েছে খড়গপুর ডিভিশনের বিভিন্ন লোকাল ট্রেন এবং বিভিন্ন স্টেশনকে।

রেলের তরফ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে তা থেকে জানা যাচ্ছে, এই ডিভিশনে সবমিলিয়ে ৭৬৮ টি এলইডি টিভি বসানো হবে। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি মডেলে এগুলি বসানো হবে। এর ফলে যেমন যাত্রীরা, তাদের যাত্রা পথে বিনোদনের সুযোগ পাবেন ঠিক সেই রকমই রেলের রাজস্ব বাড়বে বলেও মনে করা হচ্ছে।

অন্যদিকে রেল সম্পর্কিত বিভিন্ন তথ্য প্রদানের জন্য ৫০ টি স্টেশনে বসবে বড় বড় এলইডি স্ক্রিন। সেই সকল এলইডি স্ক্রিনের মাধ্যমে বিভিন্ন ধরনের তথ্য প্রদানের পাশাপাশি সচেতনতামূলক বিভিন্ন প্রচার চালানো হবে। অন্যদিকে লোকাল ট্রেনের কামরায় যে সকল টিভি বসছে সেগুলিতে গানের পাশাপাশি সিনেমা দেখা যাবে, আর তার সঙ্গে চলবে বিজ্ঞাপন।

রেল সূত্রে জানা গিয়েছে, খড়গপুর ডিভিশনে থাকা ৫০টি স্টেশনে ৫২ ইঞ্চির ৪৫৭টি এলইডি স্ক্রিন লাগানো হবে। এছাড়াও খড়গপুর স্টেশন ছাড়াও সাঁতরাগাছি, শালিমার, দিঘা, মেচেদা, মেদিনীপুর, পাঁশকুড়া স্টেশনে বেশ বড় দৈর্ঘ্য-প্রস্থের ১টি করে ভিডিও ওয়াল তৈরি হবে। এই সব কিছুর জন্য রেলের খরচ হচ্ছে ৩ কোটি ৩৫ লক্ষ টাকা।