নিজস্ব প্রতিবেদন : বিশ্বের অধিকাংশ দেশের গণপরিবহনের মেরুদন্ড হলো রেল পরিষেবা। সেই রকমই ভারতের ক্ষেত্রেও এর ব্যতিক্রম কিছু নয়। এই গুরুত্বের কথা মাথায় রেখে ভারতীয় রেল প্রতিনিয়ত রেল পরিষেবাকে সাজিয়ে তোলার প্রচেষ্টায় রয়েছে।
রেল পরিষেবাকে সাজিয়ে তোলার অঙ্গ হিসাবে যাত্রীদের সুখকর সফর, নিরাপত্তা ইত্যাদি বিষয়গুলিকে নজরে রাখা হয়। সেই রকমই এবার বিমান সফরের মত যাতে যাত্রীদের সুখকর এবং স্বাচ্ছন্দ যাত্রা হয় তার জন্য দুটি ট্রেনকে আলাদাভাবে সাজানোর পরিকল্পনা নিয়েছে ভারতীয় রেল।
বিমানের মত স্বাচ্ছন্দ্য যাত্রার জন্য ভারতীয় রেলের তরফ থেকে শতাব্দী এবং রাজধানী এক্সপ্রেসে আমূল পরিবর্তন আনা হচ্ছে। এর ফলে বিলাসবহুল ভ্রমণের চমৎকার অভিজ্ঞতা অর্জন করতে পারবেন ভ্রমণপিপাসুরা। আমূল পরিবর্তন আনা হচ্ছে মূলত প্রথম শ্রেণির এসি এক্সিকিউটিভ চেয়ারকারে। প্রাথমিকভাবে এই ধরনের দশটি অনুভূতি কোচ। খুব তাড়াতাড়ি এগুলি পরীক্ষামূলকভাবে চালু করা হবে।
রেল সূত্রে জানা যাচ্ছে এই ধরনের অনুভূতি কোচ হবে ৫৬ সিটের। কোচের দুদিকে থাকবে সিট এবং মাঝে থাকবে যাতায়াতের রাস্তা। সিটগুলি একেবারে বিমানের ধাঁচে কুশানে মোড়া থাকবে। প্রতিটি সিটের পিছনে থাকবে এলইডি স্ক্রিন। যাতে যাত্রীরা সিনেমা থেকে শুরু করে অন্যান্য বিনোদনের রসদ পাবেন। এছাড়াও থাকবে সামনাসামনি চারটি সিট। তাদের মাঝে থাকবে স্নাক্স টেবিল। দু’টি সিটের মধ্যে থাকবে ইউএসবি ও মোবাইল চার্জিং ব্যবস্থা।
এছাড়াও এই ধরনের কোচে রেল কর্মীদের সঙ্গে কথা বলা অথবা কোনরকম যোগাযোগ করার জন্য থাকবে কলিং বেল। যেখানে প্রেস করে নিজেদের সিটে বসেই রেল কর্মীদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন যাত্রীরা। এছাড়াও এই ধরনের কোচে থাকবে ইনফরমেশন ডিসপ্লে বোর্ড। পাশাপাশি লাগেজ র্যাক থাকবে প্রশস্ত ও ভেলভেটে মোড়া।