Vegetarian Train: এবার ভারতীয় রেলে চালু হতে চলেছে নিরামিষ ট্রেন, যাত্রীদের খাদ্য সচেতনতায় নয়া পদক্ষেপ রেলের

Prosun Kanti Das

Published on:

Advertisements

Vegetarian Train: নিরামিষ খাবার গ্রহণ করেন? মাছ-মাংসের ধারে কাছেও যান না? কিন্তু দূরবর্তী ভ্রমণে ট্রেনে খাদ্য সমস্যায় পড়তে হয়? আর চিন্তা নেই, নিরামিষ ভোজীদের জন্য দুর্দান্ত সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। এবার ট্রেনভ্রমণে আর নিরামিষ-আমিষ খাবারের মিশ্রণ খেতে হবে না। পুরোপুরি নিরামিষ খাবার পাবেন যাত্রীরা। এমনকি আমিষ খাবার নিয়েও সেই ট্রেনে উঠতে পারবেন না কোনো যাত্রী। কোন বিষয়ে নয়া পদক্ষেপ নিল রেল কর্তৃপক্ষ?

Advertisements

ভারতীয় রেল তরফে চালু হতে চলা এই নয়া সিদ্ধান্ত মূলত নিরামিষ ভোজী যাত্রীদের জন্যই। রেল তরফে ঘোষণা করা হয়েছে ভারতীয় রেল একটি বিশেষ ট্রেন (Vegetarian Train) চালু করবে যে ট্রেনে শুধুমাত্র নিরামিষ খাবার পাওয়া যাবে। শুধু তাই না, কোনো যাত্রী খাবার নিয়ে উঠলেও কোনো মাছ-মাংস জাতীয় আমিষ খাবার নিয়ে উঠতে পারবেন না। শুধুমাত্র নিরামিষ পদেরই সুযোগ-সুবিধা পাওয়া যাবে এই ট্রেনে। কোন ট্রেন?

Advertisements

রেল সূত্রে খবর, বন্দে ভারত এক্সপ্রেসে নিরামিষ খাবারের সুযোগ সুবিধা দেওয়া হবে। আমিষ খাবার গ্রহণের কোনো অনুমতি দেওয়া হবে না। তবে সব রুটের বন্দে ভারতে নয়। রেল তরফে জানানো হয়েছে, যে বন্দে ভারত দিল্লি থেকে কাশ্মীর এবং কাশ্মীর থেকে কাটরা পর্যন্ত রুটে যাতায়াত করবে সেই সব বন্দে ভারতেই এই নয়া ব্যবস্থা চালু করা হবে। যা ভারতের প্রথম নিরামিষ অর্থাৎ সাত্ত্বিক ট্রেন হিসেবে পরিচিতি পাবে।

Advertisements

আরও পড়ুন:  মাঝরাস্তায় ট্রেন থামিয়ে উধাও লোকো পাইলট, ট্রেনের জ্যামে নাজেহাল যাত্রী

ভারতীয় রেল জানিয়েছে উপরে উল্লেখিত রুটের বন্দে ভারতের প্যান্ট্রিকারে কোনো আমিষ পদ বা আমিষ খাবারের উপকরণ প্রবেশ করানো হবে না। যার ফলে নিরামিষ ভোজী যাত্রীদের ট্রেন (Vegetarian Train) ভ্রমণে কোনো আমিষ খাবারের ছোঁয়া যুক্ত খাবার আর গ্রহণ করতে হবে না। সাত্ত্বিক কাউন্সিল অফ ইন্ডিয়া এবং আইআরসিটিসি তরফে দিল্লি-কাটরা রুটের বন্দে ভারতকে এই সাত্ত্বিক ট্রেনের তকমা দিয়েছে।

প্রসঙ্গত, দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কম খরচে আরামদায়ক ভ্রমণের অন্যতম মাধ্যম হলো রেল মাধ্যম। যে মাধ্যমের উপর ভরসা করে থাকে বহু সাধারণ মানুষ। ফলেই যাত্রীদের সুবিধার্থে নয়া নয়া পদক্ষেপ চালু করছে রেল কর্তৃপক্ষ। তেমনি ট্রেন ভ্রমণে নিরামিষ আমিষ খাবার নিয়ে বহুবার অভিযোগ উঠেছে রেল তরফে। খাবারের পরিচ্ছন্নতা নিয়েও উঠেছে নানান প্রশ্ন। তাই সেই সব প্রশ্নের সমাধান করতেই নয়া সাত্ত্বিক ট্রেনের (Vegetarian Train) ব্যবস্থা করল ভারতীয় রেল। তবে এই নতুন পদক্ষেপ যাত্রীদের কতটা খুশি করতে পারে সেটাই দেখার।

Advertisements