NJP-র জলপাইগুড়ি টাউন স্টেশন, বদলাতে চলেছে চেহারা, ২০ কোটি খরচ করবে রেল

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় নাগরিকদের কাছে গণপরিবহনের মেরুদন্ড রেল পরিষেবাকে (Indian Railways) সাজিয়ে তোলার জন্য কেন্দ্রের তরফ থেকে চলতি বছর বাজেটে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছে। বিপুল পরিমাণ এই অর্থের সাহায্যে যেমন দেশের নতুন নতুন ট্রেন আনার উদ্যোগ নেওয়া হচ্ছে ঠিক সেই রকমই উদ্যোগ নেওয়া হচ্ছে রেল স্টেশনগুলিকে (Railway Station) আধুনিকীকরণের।

ইতিমধ্যেই অমৃত প্রকল্পের মধ্য দিয়ে দেশের যে সকল রেলস্টেশনগুলির আধুনিকীকরণ করা হবে তার তালিকা আগেই প্রকাশ করা হয়েছে। এই তালিকায় উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ রেলস্টেশন নিউ জলপাইগুড়ি থাকার পাশাপাশি এবার জলপাইগুড়ি টাউন স্টেশনকেও সাজানোর পরিকল্পনা নিয়েছে রেল। এই রেলস্টেশনকে সাজিয়ে তোলার জন্য ২০ কোটি টাকা বরাদ্দ করা হবে বলে জানা যাচ্ছে।

রেলস্টেশন আধুনিকীকরণের ক্ষেত্রে জলপাইগুড়ি টাউন স্টেশন তালিকায় রয়েছে তা জানা যায় গত সোমবার। যেদিন ওই স্টেশন পরিদর্শন করতে আসেন কাটিহার ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার শুভেন্দু কুমার চৌধুরী। সেখানেই তিনি জানান, জলপাইগুড়ি টাউন স্টেশনকেও অমৃত ভারত প্রকল্পের আওতায় যুক্ত করা হয়েছে।

এর পাশাপাশি জানা গিয়েছে, জলপাইগুড়ি টাউন স্টেশনকে খুব তাড়াতাড়ি আধুনিকীকরণের কাজ শুরু করবে রেল। তৈরি করা হবে নতুন বিল্ডিং। এর পাশাপাশি বাড়ানো হবে প্ল্যাটফর্মের সংখ্যা। একই সঙ্গে স্টেশনে ঢোকা এবং বাইরে যাওয়ার জন্য আলাদা করে গেট তৈরি করা হবে। যাত্রীদের সুবিধার জন্য নানান ব্যবস্থা রাখা হবে। পাশাপাশি বসবে লিফট এবং লেভেল ক্রসিংয়ের র‍্যাম্প।

জলপাইগুড়ি টাউন স্টেশন আধুনিকীকরণের কাজ আগামী এক বছরের মধ্যে শেষ করা হবে বলে জানা যাচ্ছে। যদিও এই কাজ শেষ করার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে রেলের জমি জবরদখল। কারণ সেই জমি পরিষ্কার না করে কাজ শুরু করা যাবে না।