অবশেষে স্বস্তি, এই দিন থেকে দূরপাল্লার ট্রেনে যাত্রীদের মিলবে কম্বল, বিছানা, চাদর

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : অবশেষে দূরপাল্লার ট্রেনে যাওয়া হবে কম্বল, বিছানা, চাদর। রেলের এই ঘোষণায় স্বাভাবিকভাবেই স্বস্তি ফিরেছে সাধারণ যাত্রীদের মধ্যে। মূলত করোনাকালে দূরপাল্লার ট্রেনে এই সকল সুবিধা তুলে দেওয়া হয়েছিল। সংক্রমণের দিকে নজর দেখেই। ভারতীয় রেলের তরফ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

Advertisements

করোনা পরবর্তী সময়ে ধীরে ধীরে সমস্ত কিছু স্বাভাবিক হচ্ছে। সমস্ত কিছু স্বাভাবিক হওয়ার পাশাপাশি সম্পূর্ণ স্বাভাবিকের পথে রেল পরিষেবাও। কাজকর্ম ছাড়াও এখন অধিকাংশ ক্ষেত্র স্বাভাবিক হয়ে যাওয়ায় আমজনতা ট্রেনের উপর নির্ভরশীলতা বাড়াচ্ছেন এবং এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরতে যাচ্ছেন।

Advertisements

দূরপাল্লার ট্রেনে করোনাকালে রাত্রিকালীন সফরের সময় কম্বল, বিছানা, চাদর না দেওয়ার কারণে চরম অসুবিধার সম্মুখিন হতে হচ্ছিল। অন্যান্য যাবতীয় লাগেজের পাশাপাশি চাদর ইত্যাদিও ভরে নিয়ে যেতে হচ্ছিল। সেক্ষেত্রে এখন পুনরায় এই পরিষেবা চালু করার পরিপ্রেক্ষিতে যাত্রীদের স্বস্তি মিলতে শুরু করেছে।

Advertisements

বৃহস্পতিবার রেল বোর্ডের তরফ থেকে সমস্ত আঞ্চলিক রেলের জেনারেল ম্যানেজারদের একটি নির্দেশিকায় জানানো হয়েছে, করোনাকালে ট্রেনের মধ্যে বিছানা এবং কম্বল প্রদানের ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরিপ্রেক্ষিতে নির্দেশিকা অনুসারে এবার যাত্রীরা বিছানা এবং কম্বল অথবা চাদর পাবেন।

নির্দেশিকা আরও জানানো হয়েছে, এই নির্দেশিকা প্রকাশ করার সময় কাল থেকেই নির্দেশিকা কার্যকর হচ্ছে। অর্থাৎ বৃহস্পতিবার এই নির্দেশিকা জারি করা হয়েছিল এবং বৃহস্পতিবার থেকেই যাত্রীরা বিছানা এবং চাদর পাবেন। করোনাকালে মূলত সংক্রমণের ঝুঁকি কমানোর জন্য ভারতীয় রেলের তরফ থেকে এমন পদক্ষেপ নেওয়া হয়েছিল। বর্তমানে করোনা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক থাকায় সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হল।

Advertisements