টাইমটেবিল মেনে ১লা জুন থেকে চলবে রোজ ২০০টি ট্রেন

নিজস্ব প্রতিবেদন : চলতি মাসে ভারতীয় রেলের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল দিল্লি থেকে দেশের ১৫ টি গুরুত্বপূর্ণ শহরের মধ্যে ১৫ জোড়া ট্রেন চলাচল করবে টাইমটেবিল মেনে। আর এবার রেলের তরফ থেকে আরও একটি সুখবর দেওয়া হয়েছে। জানানো হয়েছে, আগামী ১লা জুন থেকে টাইমটেবিল মেনে আরও ২০০ টি ট্রেন চালাবে ভারতীয় রেল। এছাড়াও যেমন শ্রমিক স্পেশাল ট্রেন চলছিল তা চলবে।

ভারতীয় রেলের তরফ থেকে জানানো হয়েছে, নতুন করে যে ২০০টি ট্রেন চালাবে ভারতীয় রেল সেই ট্রেনগুলিতে নন এসির দ্বিতীয় শ্রেণীর কোচ থাকবে। আর এই ট্রেনগুলি রোজ চলবে। এই বিশেষ ট্রেনগুলির টিকিট খুব তাড়াতাড়ি অনলাইনে দেওয়া হবে। এই ট্রেনগুলিতে সব ধরনের যাত্রী যাতায়াত করতে পারবেন। নতুন ট্রেনের বিষয়ে এবং তার বিস্তারিত সম্পর্কে রেলমন্ত্রী পীযূষ গোয়েল ট্যুইট করে সুসংবাদ দিয়েছেন। এছাড়াও প্রতিদিন ৪০০ টি করে শ্রমিক স্পেশাল ট্রেন চালাবে ভারতীয় বলেও জানিয়েছেন তিনি।

তবে এই ট্রেনগুলি কোন কোন রুটে চলবে তা সম্পর্কে এখনো পর্যন্ত বিস্তারিত কিছু জানানো না হলেও সূত্র মারফত যেটুকু জানা গিয়েছে এই ট্রেনগুলি দেশের ছোট ছোট শহরগুলির সাথে যোগাযোগ সাধন করবে। এমনকি এই ট্রেনগুলিতে পরিযায়ী শ্রমিকরাও টিকিট করে নিজেদের বাড়ি ফিরতে পারবেন।

প্রসঙ্গত, করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ভারতে মার্চ মাসের ২২ তারিখ থেকে নিয়মিত সমস্ত রকম ট্রেন চলাচল বন্ধ রয়েছে, কেবলমাত্র পণ্যবাহী ট্রেন বাদে। এরপর পরিযায়ী শ্রমিকদের ফেরাতে প্রথম শ্রমিক স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয় ভারতীয় রেল। তারপর ১৫ জোড়া স্পেশাল ট্রেন। আর এবার এগুলি ছাড়াও ২০০টি আরও বিশেষ ট্রেন। ভারতীয় রেলের এমন দিন দিন পদক্ষেপ দেখে বিশেষজ্ঞরা মনে করছেন ধীরে ধীরে রেল পরিসেবাকে স্বাভাবিক করার চেষ্টায় ভারতীয় রেল।