১০ ঘন্টার রাস্তা ৬ ঘন্টায়, বাংলার এই রুটে চালু হবে বন্দে ভারত এক্সপ্রেস

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতে দ্রুতগতির ট্রেন হিসাবে বন্দে ভারত এক্সপ্রেস পথচলা শুরু করেছে। ইতিমধ্যেই পাঁচটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন দেশের বিভিন্ন রুটে চলছে। আগামী কয়েক মাসের মধ্যে ৭৫ টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন বিভিন্ন রুটে চালানো হবে বলে জানানো হয়েছে ভারতীয় রেলের তরফ থেকে।

Advertisements

তবে দেশের বিভিন্ন রুটে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চলাচল শুরু করলেও এখনো পর্যন্ত বাংলার মাটিতে কোন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চলে নি। এই ট্রেন নিয়ে ইতিমধ্যেই দেশের বিভিন্ন রাজ্যের মানুষদের পাশাপাশি পশ্চিমবঙ্গের মানুষদেরও কৌতুহল কম নয়। এসবের মধ্যেই নতুন একটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন বাংলার মাটিতে ছুটবে বলে জানা গেল রেল সূত্রে।

Advertisements

বাংলার মাটিতে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি রেল স্টেশন অর্থাৎ দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ পর্যন্ত এই ট্রেন ছুটবে বলে জানা গিয়েছে। ২০২৩ সালের মধ্যেই এই ট্রেন চলাচল শুরু করবে বলে জানা গিয়েছে। এই ট্রেন চালু হলে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত যাতায়াতের ক্ষেত্রে সময় অনেক কমে যাবে। এই ট্রেন চালু হলে ব্যাপক সুবিধা পাবেন যাত্রীরা।

Advertisements

এমনিতে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি যাওয়ার ক্ষেত্রে যে সকল ট্রেন রয়েছে তাতে যাতায়াত করার ক্ষেত্রে সময় লাগে কমপক্ষে ৮ থেকে ১০ ঘন্টা। এই রুটে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি চালু হলে যাতায়াতের সময় কমে যাবে কমপক্ষে ২ থেকে ৩ ঘন্টা। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পৌঁছানো যাবে ৫ থেকে ৬ ঘন্টায়। এছাড়াও ট্রেনটি শিলিগুড়ির উপর দিয়ে যাওয়ার ফলে শিলিগুড়ির বাসিন্দারাও উপকৃত হবেন।

সোমবার শিলিগুড়িতে এসে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার অনশুল গুপ্তা জানান, এনজিপি স্টেশন থেকে হাওড়া পর্যন্ত চলবে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন। এর জন্য মালদা থেকে এনজিপি পর্যন্ত নতুন লাইন পাতার কাজ শুরু হয়েছে। আগামী বছর মার্চ মাসের মধ্যেই সেই কাজ শেষ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

Advertisements