Reserved Train Ticket: দূরপাল্লার ট্রেনের টিকিট কাটা নিয়ে বড় সিদ্ধান্ত নিল ভারতীয় রেল, জানুন নতুন নিয়ম সম্পর্কে

Prosun Kanti Das

Updated on:

Advertisements

Reserved Train Ticket: ভারতীয় রেল হল দেশের জনগণের অন্যতম ভরসাযোগ্য পরিবহন ব্যবস্থা। দূরে কিংবা কাছে যেকোন জায়গায় অল্প খরচে এবং নিশ্চিন্তে সুরক্ষিত যাত্রা করতে গেলে ভারতীয় রেলের বিকল্প হয় না। শিরা উপশিরার মত যেন সারা দেশে ছড়িয়ে রয়েছে ভারতীয় রেলব্যবস্থা। ধনী থেকে দরিদ্র সকলেই ভারতীয় রেলের পরিষেবা নিতে পারে। সম্প্রতি দূরপাল্লার ট্রেনের টিকিট কাটা নিয়ে বিশেষ কিছু পরিবর্তন করল ভারতীয় রেল।

Advertisements

দেশ জুড়ে এখন চলছে উৎসবের মরশুম। কিছুদিন আগেই দুর্গাপুজো এবং নবরাত্রি দুটোই পালিত হয়েছে দেশজুড়ে। সামনেই আসছে দিওয়ালির মত বিশেষ একটি উৎসব। স্বাভাবিকভাবে এই সময় টিকিটের চাহিদা অনেক অংশ বেড়ে যায়। পর্যটকরা ভ্রমণের জন্য এটি হলো আদর্শ সমাজ এবং বহু মানুষ এই সময় নিজ নিজ বাসায় ফেরে। টিকিটের চাহিদা বেশি হওয়ার কারণে কনফার্ম টিকিট পেতে রীতিমতো অসুবিধা হয় সাধারণ যাত্রীর। সেই কারণে এক বিশেষ নিয়ম চালু করল (Reserved Train Ticket) ভারতীয় রেল।

Advertisements

সময়সীমা বদল করা হলো দূরপাল্লার ট্রেনের টিকিট (Reserved Train Ticket) কাটার। যেকোনো দূরপাল্লার ট্রেনের টিকিট ১২০ দিনের আগে এরপর থেকে কাটা যাবে না। সময়সীমা কমে দাঁড়িয়েছে ৬০ দিন। ভারতীয় রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে। ভারতীয় রেল দাবী করেছে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই এই নয়া সিদ্ধান্ত নিয়েছে তারা।

Advertisements

আরো পড়ুন: বন্দে ভারতে ফের হামলা হলো ঝাড়খন্ডে, ট্রেনটিকে উদ্দেশ্য করে ছোড়া হলো পাথর

নতুন বিজ্ঞপ্তি অনুসারে কি বলেছে ভারতীয় রেল? যাত্রীদের সুবিধার্থে টিকিট (Reserved Train Ticket) বুকিংয়ের সময়সীমা ৪ মাস থেকে কমিয়ে ২ মাস করা হচ্ছে। নতুন নিয়ম অবশ্য চালু হচ্ছে ১লা নভেম্বর থেকে। ৩১শে অক্টোবর পর্যন্ত যেসব মানুষের পুরনো নিয়ম অনুযায়ী দূরপাল্লার ট্রেনের টিকিট কাটা আছে তা বৈধ হিসাবেই গণ্য করা হবে। আবার টিকিট বাতিলের ক্ষেত্রেও সময়সীমা করা হলো ৬০ দিন। কিন্তু বিদেশীদের জন্য এই নিয়মের কোন পরিবর্তন করা হলো না। তাঁদের ৩৬৫ দিন আগেই টিকিট বুকিং করতে হবে।

নয়া বিজ্ঞপ্তির বিষয়ে হাওড়ার সিনিয়র ডিএসএম রাহুল রঞ্জন বলেন, ভারতীয় রেল বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে শুধুমাত্র যাত্রীদের ঝক্কি কমানোর জন্য। এতদিন ১২০ দিন অর্থাৎ ৪ মাস আগে থেকে ট্রেন ট্র্যাক করতে হত। সেই ঝামেলা থেকে এবার মুক্তি হয়েছে। ২ মাস আগে ট্রেনের খোঁজখবর নিলেই চলবে। আগামী মাস থেকেই ভারতীয় রেলের নিয়মে আসতে চলেছে বিরাট পরিবর্তন যা লাভজনক হবে যাত্রীদের জন্য।

Advertisements