নিজস্ব প্রতিবেদন : ট্রেনের ওপর নির্ভর করে প্রতিদিন ভারতের কোটি কোটি মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করে থাকেন। কোটি কোটি মানুষের এই যাতায়াতের কারণে ট্রেনের টিকিটের চাহিদা থাকে বিপুল। আবার অনেকেই আছেন টিকিট পেলেও নিজেদের মনোমতো জায়গা না পাওয়ার জন্য কেমন যেন অসন্তুষ্ট হয়ে থাকেন।
বহু যাত্রীদের মধ্যে লক্ষ্য করা যায় ট্রেনে যাতায়াতের সময় তারা জানালার পাশে থাকা সিট বেছে নিতে পছন্দ করেন। এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার ক্ষেত্রে বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখা এবং প্রকৃতির হাওয়া খাওয়ার জন্য তারা এই সিট পছন্দ করেন। কিন্তু জানলার পাশের সিট পছন্দ করলেই তো আর হয় না, এই সিট পাওয়া মুশকিল।
দূরপাল্লার ট্রেনে লোয়ার, মিডল ও আপার বার্থ ঠিক করা হয় নম্বর অনুসারে। সে ক্ষেত্রে কখনো কি ভেবে দেখেছেন জানলার পাশে থাকা সিটে কার অধিকার রয়েছে বসার! স্লিপার অথবা এসি কোচে উইন্ডো সিট সম্পর্কে কোন আপডেট দেওয়া থাকে না। উইন্ডো সিট নির্দিষ্ট করে দেওয়া হয়ে থাকে চেয়ার কারে। কিন্তু এসি অথবা স্লিপারের ক্ষেত্রে এই সকল কিছু নির্দিষ্ট করা থাকে না।
যেহেতু রেলের তরফ থেকে এই বিষয়ে কোন কিছু নির্দিষ্ট করা থাকে না তার জন্য ট্রেনে সফর করা যাত্রীদের মধ্যে বোঝাপড়া করে জানলার ধারে বসতে হয়। তবে লোয়ার বার্থে থাকা যাত্রী এক্ষেত্রে অগ্রাধিকার পেয়ে থাকেন। যদিও তিনি যে অগ্রাধিকার পাবেন এমন কোন নিয়ম নেই। এক্ষেত্রে পুরো বিষয়টি নিজেদের মধ্যে বোঝাপড়া করেই চলতে হবে।
তবে ভারতীয় রেলের তরফে যে নিয়ম জারি করা হয়েছে তাতে বলা হয়েছে, রাত ১০ টা থেকে সকাল ৬ টার মধ্যে লোয়ার সিটের যাত্রী নীচের সিটে ঘুমাতে পারেন। এই সময় মিডল বার্থের যাত্রী বার্থ খুলে ঘুমাতে পারবেন। বাকি সময় কিন্তু বার্থ খুলে ঘুমানোর অধিকার নেই যাত্রীদের।