রেলের সঙ্গে চুক্তি ফাইনাল টাটার, এত টাকা রেটে তৈরি হবে বন্দে ভারত

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেল (Indian Railways) হল গণপরিবহনের মেরুদন্ড। প্রতিদিন দেশের লক্ষ লক্ষ মানুষ ট্রেনের উপর নির্ভর করে এক জায়গা থেকে অন্য জায়গা যাতায়াত করে থাকেন। শুধু যাত্রীদের এক জায়গা থেকে অন্য জায়গা নয়, এর পাশাপাশি এক জায়গা থেকে অন্য জায়গা পণ্য পরিবহন করার ক্ষেত্রেও রেলের গুরুত্ব অপরিসীম। আর এই সব দিক বিচার বিবেচনা করে ভারতীয় রেল প্রতিনিয়ত রেলের উন্নয়নের জন্য অক্লান্ত পরিশ্রম করছে।

ভারতীয় রেলের অক্লান্ত পরিশ্রমের ফসল হিসাবে বিভিন্ন রুটে এখন চলছে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ট্রেনটি এখন দেশের সবচেয়ে গতিসম্পন্ন ট্রেন। এবার এই ট্রেন তৈরিতে আরও গতি বাড়তে চলেছে। বন্দে ভারত তৈরিতে গতি বাড়তে চলেছে মূলত টাটার (Tata) সঙ্গে চুক্তির পরিপ্রেক্ষিতে।

ভারতীয় রেলের সঙ্গে টাটা গ্রুপের চুক্তি হওয়ার ফলে এবার বন্দে ভারত তৈরি হবে টাটা স্টিলের (Tata Steel) কারখানাতেও। আগামী এক বছরের মধ্যে ২২ টি নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন তৈরি করে দেশবাসীকে উপহার দেবে টাটা গ্রুপ। এইরকমই একটি চুক্তি ইতিমধ্যেই ভারতীয় রেল এবং টাটা গ্রুপের মধ্যে ফাইনাল হয়েছে বলে খবর।

আগামী ২ বছরের মধ্যে ২০০ টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু করার পরিকল্পনা রয়েছে ভারতীয় রেলের। এই পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। এর পাশাপাশি ২০২৪ সালের মধ্যেই বন্দে ভারত স্লিপার কোচ যুক্ত করার পরিকল্পনাও বাস্তবায়িত করা হবে।

জানা যাচ্ছে এই প্রজেক্টের মধ্য দিয়ে বন্দে ভারত রেকের অংশগুলি তৈরি করার জন্য ভারতীয় রেলের তরফ থেকে টাটা গ্রুপের সঙ্গে ১৪৫ কোটি টাকার চুক্তি হয়েছে। রেলের তরফ থেকে চুক্তির বিষয়ে ফাইনাল করে দেওয়ার পরই টাটা স্টিলের তরফ থেকে কাজ শুরু করে দেওয়া হয়েছে বলে সূত্র জানা যাচ্ছে।