এই তিনটি ট্রেনের রুটে নামতে চলেছে বন্দে ভারত এক্সপ্রেস, পরিকল্পনা ভারতীয় রেলের

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : রেল পরিষেবাকে ভারতের গণপরিবহনের লাইফ লাইন বলা হয়ে থাকে। ১৫০ কোটির এই দেশে প্রতিদিন ৫০ লক্ষের বেশি মানুষ ট্রেনের উপর নির্ভর করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করেন। এই সকল পরিস্থিতির দিকে তাকিয়ে ভারতীয় রেলওয়ের তরফ থেকে প্রতিনিয়ত নানান পরিবর্তন আনা হয়। যাত্রী সুরক্ষা, যাত্রী স্বাচ্ছন্দ ইত্যাদির কথা মাথায় রেখে এই সকল পরিবর্তন আনা হয় তাদের তরফ থেকে।

Advertisements

এমন পরিস্থিতিতে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ভারতীয় রেলওয়ের তরফ থেকে আরও একাধিক পরিবর্তন আনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সেইমতো প্রস্তুতি শুরু হয়েছে এবং এই পরিবর্তন জড়িয়ে রয়েছে শতাব্দী, জনশতাব্দী এবং ইন্টারসিটি ট্রেনের সঙ্গে। এ সকল ট্রেনগুলিতে প্রতিদিন লক্ষাধিক মানুষ যাতায়াত করেন।

Advertisements

লক্ষাদিক মানুষের যাতায়াতের দিকে তাকিয়ে ভারতীয় রেলওয়ের তরফ থেকে যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তা হলো, এই তিনটি ট্রেনের বদলে ট্র্যাকে বন্দে ভারত এক্সপ্রেস নামানো। ইতিমধ্যেই এই পরিকল্পনার পরিপ্রেক্ষিতে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে সূত্র মারফৎ। এই তিনটি ট্রেনের বদলে বন্দে ভারত এক্সপ্রেস ছুটলে যাত্রীদের স্বাচ্ছন্দ যেমন বৃদ্ধি পাবে, ঠিক তেমনি আবার সময় অনেক কমে যাবে।

Advertisements

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক বছর আগে ঘোষণা করেছিলেন স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে দেশে ৭৫ টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই ঘোষণার পর বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন নিয়ে তৎপরতা দেখা যায় ভারতীয় রেলের। বর্তমানে দিল্লি থেকে বারাণসী এবং দিল্লি থেকে কাটরা পর্যন্ত দুটি বন্দে ভারত ট্রেন চলে। আগামী কয়েকদিনের মধ্যেই একের পর এক এই ট্রেন ট্র্যাকে দৌঁড়াবে বলে জানা যাচ্ছে।

এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের গতিবেগ আগের তুলনায় আরও বৃদ্ধি করা হচ্ছে এবং যাত্রী স্বাচ্ছন্দ্য থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন সুবিধার দিক দিয়ে নতুনত্ব আনা হচ্ছে। ভারতীয় রেলের এই পরিকল্পনার পরিপ্রেক্ষিতে যাত্রীদের অনেক সুবিধা হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা এবং যাত্রীদের মধ্যেও এই পরিকল্পনা নিয়ে খুশির হাওয়া বইছে।

Advertisements