নিউ কোচবিহারে স্টপেজ দেবে বাংলার তৃতীয় বন্দে ভারত, দেখে নিন সময়সূচী

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশজুড়ে বিভিন্ন রুটে এখন ভারতীয় রেল (Indian Railways) চালু করছে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। স্বাধীনতা দিবসের আগে প্রতিমাসে ছয় থেকে সাতটি বন্দে ভারত চালু হতে পারে লক্ষ্যমাত্রা পূরণের জন্য। ইতিমধ্যেই দেশে ১৭ টি বন্দে ভারত এক্সপ্রেস বিভিন্ন রুটে চলাচল করছে। যার মধ্যে দুটি চলাচল করছে পশ্চিমবঙ্গ থেকে। একটি হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি এবং অন্যটি হাওড়া থেকে পুরী।

Advertisements

এরই মধ্যে বাংলা থেকে তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেস যাত্রা শুরু করতে চলেছে। রেলের তরফ থেকে এখনো পর্যন্ত যে খবর পাওয়া গিয়েছে তাতে আগামী ২৯ মে অর্থাৎ সোমবার বাংলার তৃতীয় বন্দে ভারত যাত্রা শুরু করবে। নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি যাতায়াত করবে এই ট্রেনটি। তবে এই ট্রেনের সূচনা আগেই নিউ কোচবিহারে স্টপেজ নিয়ে চরম বিক্ষোভ দেখা যায়। অবশেষে রেল নিউ কোচবিহারে বন্দে ভারতের স্টপেজ দেওয়ার বিষয়ে উদ্যোগী হল।

Advertisements

নিউ কোচবিহারে বন্দে ভারত স্টপেজ দেওয়ার জন্য যে বিক্ষোভ হয় তারপর নড়েচড়ে বসে রেল। অবশেষে দাবি দাওয়ার পরিপ্রেক্ষিতে রেলের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় নিউ কোচবিহারে স্টপেজ দেওয়া হবে বন্দে ভারতের। নিউ কোচবিহারে স্টপেজ দেওয়ার পাশাপাশি রেলের তরফ থেকে বন্দে ভারতের নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে।

Advertisements

নিউ কোচবিহারকে বন্দে ভারতের স্টপেজের সঙ্গে যুক্ত করার পর রেলের তরফ থেকে জানানো হয়েছে, সকাল ৬:১০ মিনিটে নিউ জলপাইগুড়ি স্টেশন ছেড়ে বন্দে ভারত যাওয়ার পর সকাল ৭:৩৫ মিনিটে পৌছাবে নিউ কোচবিহার স্টেশন। সেখানে ১ মিনিটের জন্য দাঁড়াবে এবং ৭:৩৬ মিনিটে রওনা দেবে পরবর্তী স্টেশন নিউ আলিপুরদুয়ারের জন্য। সেখানেও ৭:৫০ মিনিটে ট্রেনটি পৌঁছাবে এবং ৭:৫১ মিনিটে রওনা দেবে।

নিউ জলপাইগুড়ি গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেসটি মঙ্গলবার বাদে সপ্তাহে ছয় দিন যাতায়াত করবে। নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি ৪১১ কিলোমিটার রাস্তা পাড়ি দিতে ট্রেনটি সময় নেবে মাত্র ৫ ঘণ্টা ৫০ মিনিট। ট্রেনটির সর্বোচ্চ গতিবেগ হবে ঘন্টায় ১১০ কিলোমিটার। এটিই হল প্রথম বন্দে ভারত যা বাংলা ও অসমকে একসূত্রে জুড়ে দিচ্ছে।

Advertisements