Indian Railways Vikalp Scheme: টিকিট কনফার্ম হওয়ার চিন্তার দিন শেষ! নতুন প্রকল্পে অন্য ট্রেনের ব্যবস্থা করে দেবে রেলই

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : প্রতিদিন অন্ততপক্ষে দেশের প্রায় দু’কোটি মানুষ রেল পরিষেবার ওপর ভর করে এক জায়গা থেকে অন্য জায়গা যাতায়াত করে থাকেন। তবে ভারতীয় রেলে (Indian Railways) যে পরিমাণ যাত্রী চাহিদা রয়েছে সেই পরিমাণ ট্রেন অথবা আসন না থাকার কারণে টিকিট নিয়ে হামেশাই যাত্রীদের নাম সমস্যায় পড়তে হয়। বহু ক্ষেত্রেই যাত্রীরা কনফার্ম টিকিট না পেয়ে নিজেদের সফর বাতিল করতে বাধ্য হন।

Advertisements

তবে দিন দিন ভারতীয় রেল যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে নতুন নতুন ব্যবস্থা করছে। সেই সকল নতুন নতুন ব্যবস্থার মধ্যে রেলের তরফ থেকে একটি নতুন প্রকল্প চালু করা হয়েছে আর সেই প্রকল্পের মধ্য দিয়ে রেল যাত্রীদের নিজে থেকেই ট্রেনের ব্যবস্থা করে দেবে। যখন কোন যাত্রীর টিকিট ওয়েটিং লিস্টে থাকবে তখন রেল এমন ব্যবস্থা করবে।

Advertisements

রেলের তরফ থেকে নতুন এই যে প্রকল্প চালু করা হয়েছে তার নাম হলো বিকল্প স্কিম (Indian Railways Vikalp Scheme)। ইতিমধ্যেই রেলের তরফ থেকে এই প্রকল্পের সুবিধা যাত্রীদের দেওয়া হচ্ছে। যখনই কোন যাত্রীর ট্রেনের টিকিট ওয়েটিং লিস্টে চলে যায় তখন ওই যাত্রীকে বিকল্প স্কিম ব্যবহার করার অপশন দেওয়া হয়। আর এই স্কিমের মধ্য দিয়ে রেলের তরফ থেকে ৩০ মিনিট থেকে ৭২ ঘন্টার মধ্যে বিকল্প ট্রেনের ব্যবস্থা করে দেয়।

Advertisements

আরও পড়ুন ? Record Earning of Eastern Railway: মালামাল পূর্ব রেল, সব রেকর্ড ভেঙে এক অর্থবর্ষেই রোজগার কয়েক হাজার কোটি টাকা

রেলের তরফ থেকে নতুন এই যে স্কিম চালু করা হয়েছে তার মধ্য দিয়ে কোন রুটের ট্রেনের টিকিট ওয়েটিং লিস্টে থাকলে যাত্রীকে ৭টি বিকল্প ট্রেনের অপশন দেওয়া হয়। যে ট্রেনগুলি প্রায় একই রুটে অথবা ওই যাত্রীর গন্তব্যের স্টেশনের উপর দিয়েই যাতায়াত করে থাকে। তবে এই স্কিম বেছে নেওয়া হলে অনেক সময় বোর্ডিং অথবা গন্তব্যের স্টেশন পরিবর্তন হয়ে যেতে পারে।

এই প্রকল্পের আওতায় ট্রেনের কনফার্ম টিকিট পাওয়ার জন্য যাত্রীদের আলাদা করে কোন খরচ করতে হবে না। আবার যদি বিকল্প ট্রেনের টিকিটের দাম কম অথবা বেশি হয় সেক্ষেত্রে রিটার্ন পাওয়া যায় না আবার টাকা দিতেও হয় না। আবার যদি কেউ এই প্রকল্পের অপশন বেছে নেন তাহলে তিনি যদি শেষ মুহূর্তে এসে সফর করতে না পারেন তাহলে টাকা রিফান্ডও পান না। এর পাশাপাশি মনে রাখতে হবে, এই প্রকল্প বেছে নিলেও যে সবসময় টিকিট কনফার্ম হবে তাও কিন্তু নয়, তবে রেলের তরফ থেকে ১০০ শতাংশ প্রচেষ্টা থাকে টিকিট কনফার্ম করে দেওয়ার।

Advertisements