বন্দে ভারত অতীত, বাংলায় প্রথম চলবে হাইড্রোজেন ট্রেন, কবে, তাও জানিয়ে দিল রেল

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় নাগরিকদের কাছে রেল পরিষেবা (Indian Railways) লাইফ লাইন। প্রতিদিন ভারতীয় রেলের উপর নির্ভর করে লক্ষ লক্ষ যাত্রী এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করেন। রেলের এই ব্যাপক চাহিদার কথা মাথায় রেখে এবার রেল বাজেটে রেলের জন্য যে পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছে তা ২০১৩ সালের তুলনায় তিনগুণ হয়ে দাঁড়িয়েছে। এই বরাদ্দ অর্থ দিয়েই একের পর এক উন্নয়ন আনবে ভারতীয় রেল।

গত কয়েক বছরের দিকে তাকালে এমনিতেই দেখা যাবে ভারতীয় রেলে ব্যাপক উন্নতি হয়েছে। ট্রেনের গতি আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে আর প্রিমিয়াম ট্রেন হিসাবে ভারতের মাটিতে পথচলা শুরু করেছে বন্দে ভারত এক্সপ্রেস। তবে এবার এই বন্দে ভারত এক্সপ্রেসের বাইরেও নতুন ট্রেন হিসাবে পথচলা শুরু করতে চলেছে হাইড্রোজেন ট্রেন (Hydrogen Train)।

ভারতে যে সকল হেরিটেজ সার্কিট রয়েছে সেই সকল জায়গায় খুব তাড়াতাড়ি হাইড্রোজেন ট্রেন চালু করা হবে। হাইড্রোজেন ট্রেন পরিবেশ বান্ধব। এমন পরিবেশবান্ধব এবং নতুন ধরনের ট্রেন প্রথম চালু হবে দার্জিলিঙে। রেলমন্ত্রক সূত্রে পাওয়া খবরে বাংলার বুকেই প্রথম চলবে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেন।

এই ট্রেন সম্পূর্ণভাবে ধোঁয়াহীন। দার্জিলিং ছাড়াও দেশে এখনো পর্যন্ত যে সকল জায়গায় স্টিম ইঞ্জিন চালিত ট্রেন দেখা যায় সেই সকল জায়গায় তার নেবে এই হাইড্রোজেন ট্রেন। ভারত বিশ্বের তৃতীয় দেশ হিসাবে হাইড্রোজেন চালাতে চলেছে। দিন কয়েক আগেই কেন্দ্র সরকার হাইড্রোজেন ট্রেন নিয়ে এমন বড় ঘোষণা করে। এমনকি যে খবর পাওয়া যাচ্ছে তাতে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ডিসেম্বর থেকেই হাইড্রোজেন ছুটতে শুরু করবে দার্জিলিঙে।

দার্জিলিং ছাড়াও এমন হাইড্রোজেন ট্রেন চলবে নীলগিরি মাউনটেন্ট রেলওয়ে, কালকা সিমলা রেলওয়ে সহ বিভিন্ন ন্যারো গেজ রেলপথে। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল এমন হাইড্রোজেন ট্রেন প্রথম চলা শুরু করতে পারে পশ্চিমবঙ্গের দার্জিলিংয়েই।