নিজস্ব প্রতিবেদন : কেন্দ্রে মোদি সরকার আসার পর থেকেই ভারতীয় রেলকে সাজিয়ে গুছিয়ে তোলার প্রচেষ্টা চালানো হচ্ছে। একের পর এক পরিকল্পনা গ্রহণের মধ্য দিয়ে যাত্রীদের নিরাপত্তা, স্বাচ্ছন্দ বাড়িয়ে তোলার প্রচেষ্টা চালানো হচ্ছে। এছাড়াও রেলের গতি এখন বৃদ্ধি পেয়েছে কয়েকগুণ। আর এই রেলের গতি বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করতে চলেছে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন।
ভারতে আগামী দিনে দেশের প্রতিটি কোনায় এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চলবে বলে ঘোষণা করা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে ৭৫টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন আসতে চলেছে। এই সকল ট্রেন ভারতের ট্র্যাকে চলতে শুরু করবে আগামী বছর অর্থাৎ ২০২৩ সালে। এমনই তথ্য প্রদান করা হয়েছে Integral Coach Factory-র তরফ থেকে।
শুক্রবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ICF কোচ তৈরীর তদারকি করেন। এই তদারকি করার পর তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করেন। যে ভিডিওতে দেখা গিয়েছে বন্দে ভারত ট্রেন তৈরি করা হচ্ছে। রেলমন্ত্রীর এই তদারকির পরেই ICF জানায়, ২০২৩ সালের আগস্ট মাসেই এই সকল ট্রেনগুলি পেয়ে যাবে ভারতীয় রেল।
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এদিন ১২,০০০ নম্বর LHB কোচের উদ্বোধন করেন। এর পাশাপাশি তিনি জানান, রেলকে বেসরকারিকরণ করার কোন পরিকল্পনা নেই বা প্রশ্ন নেই। এরই সঙ্গে সঙ্গে জানা যায়, আগামী বছর আগস্ট মাসে ৭৫টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন ছুটতে তৈরি হবে। রেল মন্ত্রী বলেন, বন্দে ভারত প্রোজেক্ট ভারতীয় রেলের গর্ব। এই কোচগুলিকে ওয়ার্ল্ড ক্লাস হিসেবে গড়ে তোলার জন্য ICF-কে অভিনন্দন।
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, ভারতীয় রেলে নতুন নতুন টেকনোলজি ব্যবহার করে আরও উন্নতির দিকে নিয়ে যাওয়াই হলো লক্ষ্য। এইসকল উন্নততর প্রযুক্তি যুক্ত হতে চলেছে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে। কবচ অ্যান্টি কোয়ালিয়েশনের মতো সুবিধা থাকবে বন্দে ভারত ট্রেনেও।