Platform Tickets: সারাদেশ জুড়ে পালন করা হবে দীপাবলি। এই উৎসবের মরশুমে ঘরে ফিরবেন বহু মানুষ। যাত্রী সুরক্ষার কথা চিন্তা করে ভারতীয় রেল অবশেষে নিলো এক বড় পদক্ষেপ। স্বাভাবিকভাবে দূরপাল্লার ট্রেনগুলোতে এই সময়ে ভিড় চোখে পড়ার মত হবে। দুঃখজনক ঘটনা হলো, রবিবার এই হুড়োহুড়িতেই মুম্বইয়ের বান্দ্রা স্টেশনে পদপিষ্ট হন ৯ জন। এই ঘটনায় ভারতীয় রেলকে বাধ্য করেছে এই সিদ্ধান্ত নিতে। উৎসবের কথা মাথায় রেখেই বন্ধ করে দেওয়া হয়েছে প্ল্যাটফর্ম টিকিট । ভিড় সামাল দিতেই এই সিদ্ধান্ত নিতে হল ভারতীয় রেলকে।
কোন কোন প্লাটফর্মে বন্ধ করা হলো এই টিকিট বিক্রি করা? আপাতত নয়া দিল্লি, পুরনো দিল্লি, হজরত নিজামুদ্দিন, আনন্দ বিহার ও দিল্লি সরাই রোহিল্লা রেলওয়ে স্টেশনে প্ল্যাটফর্ম টিকিট বন্ধ রাখা হচ্ছে। পাশাপাশি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, গাজিয়াবাদ স্টেশনেও প্ল্যাটফর্ম টিকিট (Platform Tickets) বিক্রি বন্ধ রাখা হবে।
আরো পড়ুন: ১ নয়, ২ নয়, মোট ৩ জোড়া বিশেষ ট্রেন চলবে সারা দিপাবলী ও ছট পুজো উপলক্ষে
প্ল্যাটফর্ম টিকিট (Platform Tickets) বিক্রি করা হবে না আগামী মাসের ৬ তারিখ পর্যন্ত। এখন সারাদেশ মেতে রয়েছে দীপাবলি উৎসবে এবং এর পরেই শুরু হবে ছট পুজো। বহু পরিযায়ী শ্রমিক এই সময় তাদের বাড়িতে ফিরবে। স্টেশনগুলোতে ভিড় হবে সেটাই স্বাভাবিক। ভিড়ের কারণে যাতে কোনরকম সমস্যা সৃষ্টি না হয় তার জন্য ভারতীয় রেলকে এই সিদ্ধান্ত নিতে হল। তবে প্রবীণ নাগরিক, অজ্ঞ ও মহিলা যাত্রীদের এই নিয়ম থেকে ছাড় দেওয়া হয়েছে।
আরো পড়ুন: বাড়বে ৭০০০ ট্রেন এবং তৈরি হবে অতিরিক্ত টিকিট কাউন্টার, রেলসূত্রে পাওয়া গেছে এই খবর
দূরপাল্লার ট্রেনগুলোতে যাত্রী ওঠার ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে। এই ভিড় ঠেলে ট্রেনে উঠতে গিয়ে যদি কোন বিপদ হয়, সে কথা মাথায় রেখে নর্থান রেলওয়ের তরফে ভিড় নিয়ন্ত্রণের জন্য বিশেষ ব্যবস্থাও নেওয়া হয়েছে। নয়া দিল্লি ও আনন্দ বিহার স্টেশনে আলাদা জায়গার ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি ব্যবস্থা করা হয়েছে অতিরিক্ত টিকিট কাউন্টার, অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন, এনকোয়ারি কাউন্টারের। স্টেশনগুলোতে রাখা হয়েছে খাবারের স্টল, পানীয় জল ও মোবাইল টয়লেটের ব্যবস্থাও করা হয়েছে।
এমন বহু ট্রেন রয়েছে যাতে যাত্রীর ভিড় লক্ষ্য করা যাচ্ছে অতিরিক্ত পরিমাণে। যেমন বিহার সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস, সম্পূর্ণা ক্রান্তি এক্সপ্রেস, বৈশালী এক্সপ্রেস, পুরুষোত্তম এক্সপ্রেস। সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই ট্রেনগুলোকে আলাদা প্ল্যাটফর্ম এ দাঁড় করানো হবে। নর্থান রেলওয়ের তরফ থেকে জানানো হয়েছে যে, ট্রেন ছাড়ার কমপক্ষে এক ঘণ্টা আগে যাত্রীদের স্টেশনে আসতে বলা হবে।