বিশ্ব কাঁপানো করোনার ছবি প্রথম প্রকাশ করলো ভারত

নিজস্ব প্রতিবেদন : বিশ্বজুড়ে দিনের পর দিন বেড়ে চলেছে করোনা ভাইরাসের প্রকোপ। হু হু করে বাড়ছে সংক্রমিতের সংখ্যা, বাড়ছে মৃতের সংখ্যা। আর এই ভাইরাসকে ঠেকানোর জন্য বিশ্বের প্রতিটি দেশ উঠে পড়ে লেগেছে। তবে এখনো পর্যন্ত কোন বিশেষজ্ঞ এর সদুত্তর দিতে পারেননি। বারবার ধোঁকা দিয়ে যাচ্ছে এই ভাইরাস। কিন্তু এই বহুরূপী ভাইরাস করোনা দেখতে কেমন? তাও এতদিন জানা যায়নি। তবে এবার সেই ছবি প্রকাশ করল ভারত।

কোন ব্যক্তি করোনা ভাইরাসে সংক্রমিত হলে এই ভাইরাস মাইক্রোস্কোপে কেমন লাগে সেই ছবি প্রকাশ করা হয়েছে। ভারতে প্রথম করোনা ভাইরাসে সংক্রমিত ব্যক্তির ধরা পড়েছিলেন দক্ষিণের কেরলে। সময়টা ছিল ৩০ জানুয়ারি। ওই ব্যক্তি ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আর তার শরীর থেকেই পুনের বিজ্ঞানীরা অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে তুলে ধরেছেন সেই ভাইরাসের ছবি। এই ছবি তোলা হয়েছে ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপের মাধ্যমে। আর সেই ছবি সম্প্রতি ইন্ডিয়ান জার্নাল অফ মেডিক্যাল রিসার্চ দ্বারা প্রকাশিত হয়েছে।

প্রকাশিত হওয়া ছবি নিয়ে ইতিমধ্যে আরও রিসার্চ শুরু হয়েছে। ছবি দেখে বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই করোনাভাইরাসের সাথে ২০০২ সালে ছড়িয়ে পড়া Sars-CoV বা SARS (সিভিয়র অ্যাকিউট রেস্পিরেটরি সিন্ড্রোম)-এর অজস্র মিল রয়েছে। যার শরীর থেকে এই কোন ভাইরাসের ছবি তোলা হয়েছে তিনি চীনের উহান শহর থেকে কেরলে ফিরেছিলেন। পড়াশুনা সূত্রে তিনি চীনের উহান প্রদেশে থাকতেন।

অন্যদিকে ভারতে প্রতিনিয়ত বেড়েই চলেছে করোনা ভাইরাসে সংক্রমিত ব্যক্তিদের সংখ্যা। শেষ রিপোর্ট পাওয়া পর্যন্ত ভারতের সংক্রমণের ৮৪৩। গতকাল নদীয়ার তেহট্টে একই পরিবারের পাঁচ সদস্যের শরীরে ধরা পড়ে করোনা ভাইরাসের সংক্রমণ। যাদের মধ্যে ৬৪০ জনের চিকিৎসা শুরু হয়েছে। সুস্থ হয়ে উঠেছেন ৬৬ জন। আর মৃত ১৯।