ঘোষণা হল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দল, দেখে নিন তালিকা

নিজস্ব প্রতিবেদন : আগামী ১২ই মার্চ শুরু হতে চলেছে ধর্মশালায় প্রথম ওয়ান ডে ম্যাচ, যেখানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে ভারতীয় ক্রিকেট দল। এই দলে কিছু ভারতীয় ক্রিকেটারের গুরুত্বপূর্ণ নাম অনুপস্থিত, কিন্তু তেমনই কিছু দুর্দান্ত খেলোয়াড়দের প্রত্যাবর্তনে এই দল ভারতীয়র দর্শকদের জয়ের আশা দেখাচ্ছে। দেখে নিন প্রত্যাবর্তন ঘটলো কাদের ও কার নাম বাদ পড়লো।

ক্রিকেট প্রেমীরা আশা করেছিলেন ম্যাচে আবার ফিরবেন হার্দিক। হলো তেমনটাই। রবিবার ঠিক হলো প্রোটিয়াদের বিরুদ্ধে এই ওয়ান ডে ম্যাচেই ভারতের হয়ে নামছেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া। গত বছর সেপ্টেম্বর থেকে দলের বাইরে ছিলেন তিনি। অক্টোবরে অস্ত্রোপচার হওয়ার পরেও দীর্ঘদিন ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (NCA) রিহ্যাবে ছিলেন। কিছুদিন আগেই মুম্বইয়ে ডিওয়াই পাটিল কাপের জন্য তিনি আবার ফেরেন বাইশ গজে আর সেই ম্যাচেই তিনি ৫৫ বলে ১৫৮ রান করে অপরাজিত থাকেন। তারপর এদিন ভারতীয় দল ঘোষণা করার সময় পরিষ্কার হয় এই আসন্ন ওয়ান ডে’তেই ভারতের জার্সি গায়ে বাইশ গজে নামতে চলেছেন হার্দিক পাণ্ডিয়া।

অন্যদিকে টি টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের হয়ে খেলতে গিয়ে কাফ মাসলে চোট পান ভারতের হিট ম্যান রোহিত শর্মা। ফলে পরবর্তীকালে কিউইদের বিরুদ্ধে ওয়ান ডে ও টেস্ট সিরিজেও খেলতে পারেননি তিনি। আসন্ন ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও খেলতে পারবেন না তিনি। রোহিত শর্মার অনুপস্থিতির খবর ভক্তদের দুঃখ দেবে ঠিকই তবে এই একই সময় ভারতীয় দলে আশা দেখাচ্ছে শিখর ধাওয়ানের উপস্থিতি। রোহিত শর্মার অনুপস্থিতিতে তিনিই হবেন ভারতের ওপেনিং ব্যাটসম্যান। আসন্ন সিরিজে প্রথমে তিনিই পৃথ্বী শ-র সাথে জুটি বেধে নামবেন। চোট সরিয়ে তার ফিরে আসাতে আশার আলো দেখতে পাচ্ছেন ভারতীয় ক্রিকেট প্রেমীরা।

দলে আছেন ঋষভ পন্থ ও ভুবনেশ্বর কুমারও। নিউজিল্যান্ডের মাটিতে গিয়ে ব্যর্থ হয়েছিলেন বাজে ভাবে। তারপরে আবারও আসন্ন সিরিজে দেখা যাবে ঋষভ পন্থকে। দীর্ঘদিন অসুস্থতার কারণে ছিলেন বাইশ গজের বাইরে, আসন্ন সিরিজে আবারও দলে ফিরছেন ভুবনেশ্বর কুমার।

সব মিলিয়ে আসন্ন ম্যাচে ইন্ডিয়ান ক্রিকেট টিম যে বেশ স্ট্রং, তা বলাই যায়। তাহলে দেখে নেওয়া যাক আসন্ন সিরিজে ভারতীয় ক্রিকেট দলকে। এই দলে আছেন শিখর ধাওয়ান, পৃথ্বী শ, বিরাট কোহলি (অধিনায়ক), কে এল রাহুল, মণীশ পান্ডে, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল, জশ প্রীত বুমরাহ, নবদ্বীপ সাইনী, কুলদীপ যাদব, শুভমণ গিল।