নিজস্ব প্রতিবেদন : সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির সোশ্যাল মিডিয়া অ্যাপ রবিবার উদ্বোধন হলো দেশের উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুর হাত ধরে। ইতিমধ্যেই অ্যাপটি ৫ লক্ষের বেশি ডাউনলোড হয়েছে গুগল প্লে স্টোর থেকে। বেশ কয়েকজন নামিদামি ভারতীয় তারকাকেও দেখা গেছে এই অ্যাপে নিজেদের প্রোফাইল করতে। অ্যাপটি যেহেতু ভারতের উপরাষ্ট্রপতির হাত ধরে উদ্বোধন হলো এবং সরকারিভাবে এই অ্যাপের কথা তুলে ধরা হয়েছে সুতরাং অ্যাপটির প্রতি মানুষের বিশ্বস্থতা অনেকটা বাড়বে বলেই মনে করা হচ্ছে।
ভারত চীন সীমান্তে চীনের আগ্রাসন নীতির কারণে শহীদ হতে হয় ভারতের ২০ জন সেনা জওয়ানকে। আর এই ঘটনার পর থেকেই দেশজুড়ে চীনা পণ্য বর্জনের ডাক ওঠে, পাশাপাশি সরকারি ভাবে শুরু ‘আত্মনির্ভর ভারত’ প্রকল্প। এর মাঝে গত ২৯ শে জুন ভারতে নিষিদ্ধ হয় ৫৯টি চিনা অ্যাপ। যার পর থেকেই দেশের মানুষের কাছে বিকল্পের চাহিদা বাড়তে থাকে। চিনা অ্যাপ TikTok এর বিকল্প হিসাবে বেশ কয়েকটি অ্যাপকে দেখা যায়। পাশাপাশি Zee5 এর তরফ থেকে জানানো হয় আগামী ১৫ই জুলাই তারা TikTok এর মতই একটি নতুন বিনোদনের অ্যাপ HiPi আনতে চলেছে। তবে এসবের মাঝেই রবিবার ভারতে এলো সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির সোশ্যাল মিডিয়া অ্যাপ ‘Elyments’।
आज गुरु पूर्णिमा के पावन अवसर पर एलीमेंट्स मोबाइल एप्प का लोकार्पण करने का सुयोग प्राप्त हुआ। आत्म निर्भरता की दिशा में यह महत्वपूर्ण कदम रखने के लिए, इससे शुभ संयोग नहीं हो सकता है। pic.twitter.com/iywId42Zw4
— Vice President of India (@VPSecretariat) July 5, 2020
এই অ্যাপটিতে নিজেদের প্রোফাইল করার জন্য আপাতত শুধুমাত্র মোবাইল নম্বর হলেই চলবে। মোবাইল নম্বরের মাধ্যমে সাইন আপ করার সময় ওটিপি-র মাধ্যমে যাচাই করে নেওয়া হবে। এর পাশাপাশি চ্যাট, ভিডিও, ছবি, কোন ওয়েবসাইটের লিঙ্ক ইত্যাদি অন্যান্য সোশ্যাল মিডিয়ার মতই শেয়ার করা যাবে। এছাড়াও এই অ্যাপে আপনার প্রোফাইল আপনি কাদের দেখাতে চান, আপনার বন্ধুর তালিকা কারা দেখতে পাবেন, কে আপনার সাথে চ্যাট করতে পারবে, কে আপনাকে কল করতে পারবে ইত্যাদি সবকিছু বেছে নেওয়ার উপায় রয়েছে নিজের পছন্দমত। অর্থাৎ সুরক্ষার দিক থেকে বেশ জোর দেওয়া হয়েছে এই অ্যাপে। এমনকি এই অ্যাপে আপনি ইচ্ছা করলে যেকোনো ব্যক্তিকে ব্লক করতে পারবেন। আমার ইচ্ছে করলে খুব সহজেই আপনি এই অ্যাপ থেকে আপনার অ্যাকাউন্ট ডিলিট করতে পারবেন। এছাড়াও ব্যবহারকারীদের সুরক্ষার জন্য অ্যাপটিতে ব্যবহারকারীর ডেটা সুরক্ষার জন্য এন্ড-টু-এন্ড এনক্রিপশনের মতো বৈশিষ্ট্য দেওয়া হয়েছে। এই অ্যাপের আরও একটি বিশেষ বৈশিষ্ট্য হলো ব্যবহারকারীর সম্পূর্ণ সম্মতি ছাড়া ডেটা কোনও থার্ড পার্টিকে দেওয়া হবে না।
#Elyments is a comprehensive social networking #MobileApp available in eight Indian languages#DigitalBharatAatmaNirbharBharat
To download click ?https://t.co/DDaIiYED4z pic.twitter.com/uECgOdjoah
— PIB in Maharashtra ?? (@PIBMumbai) July 5, 2020
অ্যাপটি উদ্বোধন করার পর দেশের উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু ট্যুইট করে জানিয়েছেন, “আজ গুরু পূর্ণিমার মতো শুভ দিনে এলিমেন্টস মোবাইল অ্যাপ চালু করার সুযোগ পাওয়া গিয়েছে। আত্মনির্ভরতার লক্ষ্যে এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া এর থেকে আর ভালো সময় হতে পারে না।”