নিশ্চিত ছয়ের বদলে উইকেট, দুর্দান্ত ক্যাচ হার্লিন দেওলের, প্রশংসায় পঞ্চমুখ বিশ্ব ক্রিকেট

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বাউন্ডারি লাইনে নিখুঁত ভারসাম্য রেখে নিশ্চিত ছয়কে তালুবন্দি করতে এর আগেও দেখা গিয়েছে। তবে এর আগে এমন নজির গড়তে দেখা গিয়েছে সাধারণত পুরুষ ক্রিকেটারদের। আর এবার সেই ক্ষেত্রেই দৃষ্টান্ত তৈরি করলেন ভারতীয় মহিলা ক্রিকেটার হার্লিন দেওল। এমন দৃষ্টান্ত তৈরি করার সেই ভিডিও মুহুর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিও দেখে প্রশংসায় পঞ্চমুখ বিশ্ব ক্রিকেট।

Advertisements

ভারতীয় মহিলা ক্রিকেট দলের সাথে ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দলের বর্তমানে এই তিনটি টি-টোয়েন্টি ম্যাচের একটি সিরিজ চলছে। খেলা হচ্ছে ইংল্যান্ডেই। আর সেই সিরিজের প্রথম ম্যাচেই এমন অনবদ্য ক্যাচ নিতে দেখা যায় ভারতের তরুণ মহিলা ক্রিকেটার হার্লিন দেওলকে। শুক্রবারের এই ম্যাচে তরুণ এই ক্রিকেটারের অনবদ্য ফিল্ডিং নজর কেড়েছে বিশ্বের ক্রীড়াপ্রেমীদের।

Advertisements

ওই ম্যাচের ১৯ তম ওভারে যখন ভারতের শিখা পান্ডে বল করছিলেন, সেই সময় ইংল্যান্ডের অ্যামি জোনস দুর্দান্ত ড্রাইভ করে বল শূন্যে ভাসিয়ে বাউন্ডারির দিকে পাঠান। বল যেভাবে এগোচ্ছিল তাতে তা নিশ্চিত ছয়। কিন্তু ভারতের তরুণ মহিলা ক্রিকেটার হার্লিন দেওল প্রথমে সেই বলটি লাফিয়ে একহাতে তালুবন্দি করেন।

Advertisements

তারপর যখন তিনি লক্ষ্য করেন যে তার শরীর বাউন্ডারির বাইরে চলে যাচ্ছে সেই সময় বলটিকে পুনরায় শূন্যে বাউন্ডারির ভিতেরর দিকে ছুঁড়ে দেন। পরক্ষণেই আবার কয়েক সেকেন্ডের মধ্যে বাউন্ডারির বাইরে থেকে নিজের শরীর ভাসিয়ে বাউন্ডারির ভিতরে এসে সেই বল তালুবন্দী করেন।

তবে এই সিরিজের প্রথম ম্যাচে হার্লিন দেওলের দুর্দান্ত ফিল্ডিং ক্রিকেট বিশ্ব দেখলেও টিম ইন্ডিয়াকে পরাজয়ের মুখ দেখতে হয়। প্রথম ইনিংসে ইংল্যান্ড ১৭৭ রান তোলে। এর জবাবে ভারত ব্যাট করতে নামলে ৮ ওভার ৪ বলে ভারতের স্কোর যখন ৩ উইকেটের বিনিময়ে ৫৪ রান, সে সময় বৃষ্টি নামে। এরপর ম্যাচ আর না গড়ানোর কারণে ডাকওয়র্থ-লুইস নিয়ম অনুযায়ী ইংল্যান্ড ১৮ রানে জয়ী হয়।

Advertisements